Polygamy Bill: ‘রাজ্যের অধিকার আছে’, বহুগামিতা রুখতে আইন আনতে আনছে হিমন্ত সরকার
Himanta Biswa Sarma: বহুগামিতা রুখতে আলোচনারও যথেষ্ট সময় দেওয়া হবে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, "এই বিল নিয়ে আলোচনা করার জন্য বিধায়কদের সময় দেওয়া হবে কারণ এর আগে এই ধরনের আইন কখনও অসমে আনা হয়নি।"
গুয়াহাটি: বহুগামিতা (Polygamy) রুখতে বড় সিদ্ধান্ত। চলতি অর্থবর্ষেই বহুগামিতা রুখতে বিল আনতে চলেছে অসম সরকার। রবিবার এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। গতকালই রাজ্যের বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট জমা দেয়। সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানান, বিশেষজ্ঞ কমিটির তরফে সর্বসম্মতভাবে জানানো হয়েছে যে পলিগামি বা বহুগামিতা রুখতে আইন আনতে পারে রাজ্য সরকার।
রবিবার সাংবাদিক বৈঠক করে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে সর্বসম্মতভাবে বলা হয়েছে যে বহুগামিতা নিয়ে আইন বানানোর অধিকার রয়েছে রাজ্য সরকারের। চাইলেই রাজ্য এই আইন প্রণয়ন করতে পারে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার এই বিল আনলে, তাতে রাজ্যপালের বদলে রাষ্ট্রপতিকে দিয়ে সাক্ষর করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্য়ানেলের তরফে। কমিটি জানিয়েছে, মুসলিম আইনে বয়সের কোনও উল্লেখ করা হয়নি। তাই পকসো আইনের মতোই আইনবিধি আনা হবে বহুগামিতার ক্ষেত্রে। চলতি অর্থবর্ষের মধ্যেই এই আইন আনা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেই কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের তরফে রাজ্য সরকারের এই চিন্তাভাবনার সমালোচনা করে বলা হয়েছিল, সাম্প্রদায়িক ও বিভাজনতা নিয়ে রাজ্য সরকার বহুগামিতার উপরে আইন আনতে পারে না।