Chhattisgarh Encounter: ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযান নিরাপত্তা বাহিনীর, অন্তত ৬ মাওবাদীর মৃত্যু
শনিবার সকালে চিন্তাগুফা ও কিস্তারাম থানা এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় মাওবাদীদের যথেষ্ট দাপট রয়েছে বলে জানা গিয়েছে। তাই ওই এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী।
সুকমা: ছত্তীসগঢ়ের জঙ্গলমহল এলাকায় ফের মাওবাদী দমন অভিযানে নেমেছে যৌথ বাহিনী। শনিবার ছত্তীসগঢ়ের সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে যৌথ বাহিনীর। সেই গুলির লড়াইয়ে ৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও এখনও কোনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সেনা সূত্রে জানা গিয়েছে, বাহিনীর গুলিতে মৃত মাওবাদীদের দেহ জঙ্গলে নিয়ে চলে যেতে সমর্থ হয়েছে বাকি মাওবাদীরা।
শনিবার সকালে চিন্তাগুফা ও কিস্তারাম থানা এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় মাওবাদীদের যথেষ্ট দাপট রয়েছে বলে জানা গিয়েছে। তাই ওই এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সিআরপিএফ, কোবরা বাহিনী ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড যৌথ ভাবে অভিযানে নেমেছে।
এই অভিযানের বিষয়ে পুলিশের এক আধিকারিক বলেছেন, “মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য কিস্তারাম এলাকার মাওবাদীদের ইন চার্জ-সহ একাধিক মাওবাদী নেতা এই এলাকায় ঘাঁটি গেঁড়েছে বলে খবর ছিল আমাদের কাছে। সেই খবরের ভিত্তিতেই অভিযানে নামা হয়। গত কয়েক দিনে এই এলাকার একাধিক গ্রামে মাওবাদীর কার্যকলাপের খবর এসেছে। ৩৫-৪০ জনের একটি মাওবাদী দল এখানে ছিল।” শনিবারের এই লড়াইয়ে অন্তত ৬ জন মাওবাদী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে বাহিনীর তরফে। তাঁদের মৃত্যুও হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও সেই দেহ এখনও উদ্ধার করতে পারেনি নিরাপত্তা বাহিনী।