Road Accident: প্রধানমন্ত্রীর নিরাপত্তার ডিউটিতে যাচ্ছিলেন, গাড়ি পিষে দিল ট্রাক, নিহত ৬ পুলিশকর্মী
Rajasthan: রবিবার রাজস্থানে জনসভা ছিল প্রধানমন্ত্রীর। সেই সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মীরাও। জানা গিয়েছে, রবিবার ভোরে রাজস্থানের চুরু জেলার নাগৌর থেকে ঝুনুঝুনুর উদ্দেশে রওনা দিয়েছিল পুলিশের গাড়িটি। ৫৮ নম্বর জাতীয় সড়কের উপরে আচমকাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
জয়পুর: প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই ডিউটিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল ৬ পুলিশ অফিসারের। গুরুতর আহত আরও এক পুলিশ অফিসার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র র্যালিতে ভিআইপি নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ আধিকারিকরা। গাড়ি করে প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার সময়ই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
রবিবার রাজস্থানে জনসভা ছিল প্রধানমন্ত্রীর। সেই সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মীরাও। জানা গিয়েছে, রবিবার ভোরে রাজস্থানের চুরু জেলার নাগৌর থেকে ঝুনুঝুনুর উদ্দেশে রওনা দিয়েছিল পুলিশের গাড়িটি। ৫৮ নম্বর জাতীয় সড়কের উপরে আচমকাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুলিশ অফিসারের। পরে হাসপাতালে আরও এক পুলিশ অফিসারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক অফিসার। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই লেন বুঝতে সমস্যা হয় পুলিশের গাড়িটির। উল্টোদিক থেকে যে দ্রুতগতিতে ট্রাক আসছে, তা দেখতে পাননি চালক, ফলে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট। তিনি এক্স হ্যান্ডেলে নিহত পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত পুলিশ অফিসারের দ্রুত আরোগ্য কামনা করেন।