BBC Punjabi: অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে অভিযানের মধ্যেই সাময়িকভাবে ব্লক বিবিসি পাঞ্জাবির টুইটার অ্যাকাউন্ট
BBC Punjabi Twitter Account temporarily blocked: খালিস্তানপন্থী শিখ নেতা অমৃতপাল সিং-এর সন্ধানে চলছে ব্যাপক পুলিশি অভিযান। তারই মধ্যে মঙ্গলবার (২৮ মার্চ) সাময়িকভাবে বন্ধ রাখা হল বিবিসি নিউজ পাঞ্জাবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট।
নয়া দিল্লি: খালিস্তানপন্থী শিখ নেতা অমৃতপাল সিং-এর সন্ধানে চলছে ব্যাপক পুলিশি অভিযান। তারই মধ্যে মঙ্গলবার (২৮ মার্চ) সাময়িকভাবে বন্ধ রাখা হল বিবিসি নিউজ পাঞ্জাবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। বিবিসি নিউজ পাঞ্জাবির অ্যাকাউন্ট থেকে জানানো হয়, সরকারের অনুরোধে ভারতে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সেই দেশে বেশ কয়েকজন সাংবাদিকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলও বন্ধ রাখা হয়। কয়েক ঘণ্টা পরে অবশ্য বিবিসি পাঞ্জাবির টুইটার অ্যাকাউন্টটি ফের খুলে দেওয়া হয়। টুইটার সংস্থার পক্ষ থেকে অবশ্য এর আগে, কেন্দ্রীয় সরকারের অনুরোধে খালিস্তানপন্থী মত প্রচারকারী অন্তত ছয়টি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছিল।
ইউটিউড চ্যানেলগুলি ব্লক করার সময় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছিল, এই চ্যানেলগুলি বিদেশ থেকে চালানো হচ্ছিল। পাঞ্জাবি ভাষায় বিষয়বস্তু উপস্থাপন করে পঞ্জাবে সঙ্কট তৈরির করার চেষ্টা করা হচ্ছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইউটিউব কর্তৃপক্ষকে তাদের প্ল্যাটফর্মে আপত্তিকর বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে এবং ব্লক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষ অ্যালগরিদম ব্যবহার করার আহ্বান জানিয়েছিল। তবে, ইউটিউব সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, তাদের সিস্টেমগুলি শুধুমাত্র ইংরেজিতে সম্প্রচারিক আপত্তিকর বিষয়বস্তু শনাক্ত এবং ব্লক করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু, ভারতে আঞ্চলিক ভাষায় সামগ্রীই ব্যাপকভাবে সম্প্রচার করা হয়। তাই সরকারি এই অনুরোধ মানার বিষয়ে অসুবিধা হচ্ছে।
এর পাশাপাশি টুইটার ইন্ডিয়া জানিয়েছে, অমৃতপাল সিং-কে ফলো করত, এমন ১২০টিরও বেশি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংবাদিক, সেলিব্রিটি, এমনকি শিরোমণি অকালি দলের সাংগুর সাংসদ সিমরনজিৎ সিং মানের টুইটার অ্যাকাউন্টও। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্জাবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পলাতক অমৃতপাল সিংকে গ্রেফতার করার জন্য এক বিশাল পুলিশি অভিযান চলেছে। অমৃতপাল সিংকে খুঁজে না পাওয়া গেলেও, তার ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।