Bengal BJP: বিজ্ঞাপন মামলায় এবার ‘সুপ্রিম’ দুয়ারে বঙ্গ বিজেপি, দ্রুত শুনানির আর্জি
BJP Moves to Supreme Court: এবার নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি শিবির। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চে বিষয়টি উল্লেখ করেছে বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, হাইকোর্টের নির্দেশ একতরফাভাবে করা হয়েছে। যেহেতু এই বিজ্ঞাপন নির্বাচন সংক্রান্ত, ফলে দ্রুত শুনানির প্রয়োজন বলে আর্জি জানিয়েছে মামলাকারী পক্ষ।
নয়া দিল্লি: নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ ওই বিজ্ঞাপনগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছিল ওই বিজ্ঞাপনগুলি সরিয়ে ফেলতে হবে, প্রকাশ করা যাবে না। সেই নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়ে দিয়েছিল, একক বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চ কোনও হস্তক্ষেপ করবে না।
তবে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, মামলাকারী পক্ষ চাইলে একক বেঞ্চে গিয়ে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবে। এরই মধ্যে এবার নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি শিবির। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চে বিষয়টি উল্লেখ করেছে বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, হাইকোর্টের নির্দেশ একতরফাভাবে করা হয়েছে। যেহেতু এই বিজ্ঞাপন নির্বাচন সংক্রান্ত, ফলে দ্রুত শুনানির প্রয়োজন বলে আর্জি জানিয়েছে মামলাকারী পক্ষ।
বঙ্গ বিজেপির তরফে এই মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিজেপির তরফে দাবি করা হয়েছিল, তাদের মামলার কোনও কাগজপত্র দেওয়া হয়নি, কিন্তু মামলা শুনানি হয়েছিল। এমনকী শুনানির দিন ভোট ছিল, তাই তারা থাকতে পারেননি। তারপরও কেন মামলার শুনানি ছিল, সেই নিয়েও প্রশ্ন তুলেছিল বিজেপি শিবির।