Watch Video: মহিলা অফিসারকে মাটিতে ফেলে মার বালি চোরদের, ভাইরাল ভিডিয়ো

Watch Video: অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযানে গণপিটুনির স্বীকার আধিকারিকরা। বিহারের বিহতা শহরের ঘটনা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Watch Video: মহিলা অফিসারকে মাটিতে ফেলে মার বালি চোরদের, ভাইরাল ভিডিয়ো
Image Credit source: স্ক্রিনশট (Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 3:11 PM

পটনা: বেআইনি বালি খাদান রুখতে নজরদারি শুরু করেছে বিহার প্রশাসন। মাল বোঝাই ট্রাকে তল্লাশি চালানো হচ্ছে। আর এবার অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযানে নেমে সমাজ-বিরোধীদের হামলার মুখে এক মহিলা ইনস্পেক্টর সহ তিন মাইনিং অফিসার। তাঁদের দেখেই মারমুখী হন জনতা। লাঠি-সোটা নিয়ে তেড়ে আসেন তাঁরা। বেআইনি বালি খাদানের সঙ্গেই তাঁরা যুক্ত বলে মনে করা হচ্ছে। তাঁদের এই অভব্য আচরণের ভিডিয়ো ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পটনা জেলার বিহতা শহরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-র একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতে লাঠি নিয়ে মাইনিং ডিপার্টমেন্টের আধিকারিকদের দিকে তেড়ে যাচ্ছেন একদল মানুষ। সেই সময় এলাকা থেকে পালাচ্ছে বালি বোঝাই একটি ট্রাক। আধিকারিকদের লক্ষ্য করে ইট-পাথরও ছোঁড়েন তাঁরা। এমনকী মাটিতে ফেলে এক আধিকারিককে মারধর করতেও দেখা গিয়েছে। সঙ্গে তাঁদের মুখে অশ্লীল ভাষাও শোনা গিয়েছে। তাঁদের মধ্যেই কোনও একজন এই ভিডিয়োটি করছিলেন। তাঁকে এই ভিডিয়ো করার সময় তিনি বলতে থাকেন, ‘মারো, ওঁদের মারো’। এই বলতে বলতে তিনিও তিন আধিকারিকদের দিকে এগিয়ে যান। এরকম পরিস্থিতি দেখে এলাকা থেকে পালিয়ে আসার চেষ্টাও করেন আধিকারিকরা। তবে এক আধিকারিককে মাটিতে ফেলে মারেন তাঁরা।

এই ঘটনায় ৪৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং ৫০ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পটনা জেলা প্রশাসনের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “বিহতা এলাকায় অবৈধ খনন রোধে একটি অভিযানের অংশ হিসাবে একটি দল পরিদর্শন করতে যায়। সেই সময় এই ঘটনা ঘটে। কোইলওয়ার ব্রিজের কাছে পৌঁছলে সমাজ-বিরোধী কয়েকজন তাঁদের উপর হামলা চালায়। অভিযুক্তরা তাঁদের দিকে পাথর ছুঁড়তে শুরু করলে অম্য কুমারী পড়ে যান এবং আহত হন।” সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট রাজীব মিশ্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত চলছে। আরও গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনার মূলচক্রীকে খুব শিগগির পুলিশ গ্রেফতার করবে বলে জানিয়েছেন তিনি।