Modi-Hasina Meeting: হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদী, বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা?

জি২০ সম্মেলনের বৈঠকের আগের মোদী ও হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পরিকাঠামোগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে তিনটি মৌ স্বাক্ষরিত হতে পারে বলে জানা যাচ্ছে।

Modi-Hasina Meeting: হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদী, বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা?
নয়াদিল্লিতে হাসিনার সঙ্গে বৈঠকে মোদী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 6:36 PM

নয়াদিল্লি: জি২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। বিকাল সাড়ে ৫টায় শুরু হবে সেই বৈঠক। প্রায় দেড় ঘণ্টা এই বৈঠক চলতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ভারত ও বাংলাদেশের দুই রাষ্ট্রনেতার এই দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক বিষয় উঠে আসতে পারে।

জি২০ সম্মেলনের বৈঠকের আগের মোদী ও হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পরিকাঠামোগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে তিনটি মৌ স্বাক্ষরিত হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও কোন কোন বিষয়ে মৌ স্বাক্ষরিত হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

২০২৪ সালে বাংলাদেশে হবে সাধারণ নির্বাচন। এই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। বাংলাদেশের বিরোধী দলগুলি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে নির্বাচন করার দাবি জানিয়েছেন। এই দাবির প্রেক্ষিতে হাসিনা সংবিধান মেনেই নির্বাচন হওয়ার কথা জানিয়েছিলেন। বেশ কিছু দেশও বাংলাদেশকে পরিচ্ছন্ন নির্বাচন করতে চাপ দিয়েছে। এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে নির্বাচনের প্রসঙ্গ উঠতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে মোদী হাসিনা বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।