BJP Ex-MLA’s Video : ‘ইতিমধ্যেই পাঁচজনকে মেরেছি…’, গোহত্যার শাস্তি হিসেবে খুনের নিদান দিয়ে বিপাকে বিজেপি নেতা

BJP Ex-MLA's Video : রাজস্থানের এক বিজেপি নেতাকে ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, 'গোহত্যার করলে খুন করা হবে।' এই ধরনের মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির অধীনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে।

BJP Ex-MLA's Video : 'ইতিমধ্যেই পাঁচজনকে মেরেছি...', গোহত্যার শাস্তি হিসেবে খুনের নিদান দিয়ে বিপাকে বিজেপি নেতা
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 3:11 PM

জয়পুর : গরু হত্যা করলেই খুন করা হবে। এই মর্মেই নিদান দিতে শোনা গেল রাজস্থানের এক বিজেপি নেতাকে। বিজেপি নেতা জ্ঞান দেব আহুজাকে ক্যামেরায় বলতে শোনা গিয়েছে, ‘গো হত্য়ার সঙ্গে জড়িতদের হত্যা করুন।’ রাকবর খান ও পেহলু খানের খুনের ঘটনা সরাসরি উল্লেখ করে তিনি বলেছেন,’লালওয়ান্ডি হোক বা বেহরোর, আমরা এখনও পর্যন্ত পাঁচজনের হত্যা করেছি এই কারণে।’

২০১৭ ও ১৮ সালের ঘটনা। রাকবর ও পেহলু খানকে রামগড়ে খুন করা হয়। সেই সময় সেখানকার বিজেপি বিধায়ক ছিলেন জ্ঞান দেব আহুজা। এই দুই হত্যার ঘটনা উল্লেখ করেই তিনি বাকি কর্মীদের গোহত্যা দেখলেই খুনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আর কোন তিনজনের খুনের প্রসঙ্গ তিনি টেনেছেন তা স্পষ্ট হয়নি। এই সপ্তাহের প্রথম দিকে এই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি কর্মীদের খুন করার অনুমতি দিয়েছি। আমরা তাঁদের মুক্তির ব্যবস্থা করব এবং জামিনের আয়োজন করব।’ প্রসঙ্গত, পেহলু খানের খুনের ঘটনায় অভিযুক্ত ছয়জনকে ২০১৯ সালে বেকসুর খালাস করে হয়েছিল। যদিও এই সংক্রান্ত বর্তমান কংগ্রেস সরকারের আবেদন এখনও হাই কোর্টে স্থগিত রয়েছে। আর আকবর খানের খুনে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। স্থানীয় আদালতে ঝুলে রয়েছে এখনও এই মামলা।

বিজেপি নেতার খুনের নির্দেশের এই ভিডিয়ো শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরই সেই বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হয়েছে। সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর কারণে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় সেই নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এই প্রথম নয়। এর আগেও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে এই বিজেপি নেতাকে। তিনি বলেছিলেন, খুনীরা দেশভক্ত এবং ছত্রপতি শিবাজি ও গুরু গোবিন্দ সিংয়ের আসল ভক্ত। পুনরায় খুনের নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন এই নেতা। তবে বিজেপি তাঁর এহেন বক্তব্যের দায় নেয়নি। আলওয়ারের বিজেপি ইউনিটের তরফে বলা হয়েছে, সেই বিজেপি নেতা যা বলেছেন তা একান্ত তাঁর ব্যক্তিগত মতামত। আলওয়ার দক্ষিণের বিজেপির প্রধান সঞ্জয় সিং নারুকা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘দল এরকম চিন্তাভাবনা করে না।’

তবে অভিযুক্ত বিজেপি নেতা আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন তিনি বলেছেন, ‘গরু চোরচালান ও গোহত্য়ার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবেন না।’ তিনি দাবি করেছেন, ‘আমি বলেছিলাম যে পাঁচজন মেও মুসলিম যাঁরা গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের আমাদের কর্মীরা মেরেছিলেন।’ বিজেপি নেতার এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছিলেন রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা। তিনি বলেছেন, ‘বিজেপির ধর্মীয় সন্ত্রাস ও গোঁড়ামির আর কী প্রমাণ দরকার? বিজেপির আসল চেহারা উন্মোচিত হয়েছে।’