Amit Shah: ‘আদালত আমাদের দখলে নেই’, আদানিকাণ্ডে নীরবতা ভাঙলেন শাহ
Amit Shah: অমিত শাহ বললেন, 'বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে। তাই মন্ত্রী হিসেবে এই বিষয়টি নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। কিন্তু বিজেপির এই নিয়ে কিছু গোপন করার বা ভয় পাওয়ার মতো বিষয় নেই।'
নয়া দিল্লি: আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে (Adani-Hindenburg Issue) বিরোধীরা যখন কেন্দ্রকে চাপে ফেলার কৌশল নিচ্ছে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) জানিয়ে দিলেন, বিজেপির এতে লুকোনোর মতো বা ভয় পাওয়ার মতো কিছু নেই। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রিসভার দু’নম্বর ব্যক্তি। যদিও আদানি ইস্যুটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে সেই নিয়ে বিশেষ কিছু বলতে চাননি অমিত শাহ। তিনি এদিন বললেন, ‘বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে। তাই মন্ত্রী হিসেবে এই বিষয়টি নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। কিন্তু বিজেপির এই নিয়ে কিছু গোপন করার বা ভয় পাওয়ার মতো বিষয় নেই।’
প্রসঙ্গত, হিন্ডেনবার্গ-আদানি বিতর্ক বর্তমানে জাতীয় রাজনীতির অন্যতম চর্চিত ইস্যু। লোকসভায় এই নিয়ে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু কংগ্রেসই নয়, অন্যান্য বিরোধী দলগুলিও কেন্দ্রকে বিঁধতে শুরু করেছে আদানি গোষ্ঠীকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে। প্রশ্ন তোলা হয়েছে এলআইসি ও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আদানিতে লগ্নি করা নিয়ে। যদিও সোমবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে, আদানিদের নিয়ে হিন্ডেনবার্গ যে রিপোর্ট প্রকাশ করেছে, তার প্রেক্ষিতে সব দিকগুলি খতিয়ে দেখতে সেবি একটি কমিটি গঠন করতে সম্মত হয়েছে।
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, হিন্ডেনবার্গ রিসার্চের তরফে প্রকাশিত রিপোর্টের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সামাল দেওয়ার জন্য সেবির যথেষ্ট ক্ষমতা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে বিনিয়োগকারীদের টাকা নিয়ে যাতে কোনও অনিশ্চয়তা তৈরি না হয়, তার জন্য কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের কোনও আপত্তি নেই।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া অমিত শাহর ওই সাক্ষাৎকারে উঠে এসেছে লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের প্রসঙ্গও। লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের একটি বড় অংশ ছিল আদানি ইস্যুতে কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আক্রমণাত্মক। যদিও সেই প্রসঙ্গে মোদীর সেনাপতির সোজা সাপ্টা বক্তব্য, ‘রাহুল গান্ধী কী বলবেন, তা পুরোটাই তাঁর কিংবা তাঁর ভাষণ যিনি লিখে দেন, তাঁদের ব্যাপার।’ আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার যে অভিযোগ রাহুল গান্ধী তুলেছেন, সেই নিয়েও মুখ খোলেন অমিত শাহ। তিনি বলেন, ‘এমন কোনও প্রশ্নই ওঠে না। এখনও পর্যন্ত বিজেপির বিরুদ্ধে এমন কোনও অভিযোগ কেউ তুলতে পারেনি। কংগ্রেসে জমানায় ১২ লাখ কোটির কেলেঙ্কারি হয়েছিল।’
সাম্প্রতিক অতীতে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের দাবি, শাসক দল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিকে দখল করে নিচ্ছে। যদিও শাহ এএনআই-কে বলেছেন, বিরোধীদের এমন কোনও অভিযোগ থাকলে তারা আদালতে যেতে পারেন। সঙ্গে এও বলেন, ‘আদালত আমাদের দখলে নেই।’ অতীতে পেগাসাস নিয়ে কেন্দ্রকে যখন কোনঠাসা করার চেষ্টা চলেছে, সেই সময়ের কথাও এদিন উঠে আসে অমিত শাহর কথায়। তিনি বললেন, ‘তাঁরা কেন আদালতে যাচ্ছেন না? আমি পেগাসাস ইস্যুর সময়েই বলেছিলাম, প্রমাণ সহ আদালতে যাওয়ার জন্য। তাঁরা শুধু হইহট্টগোল করতেই জানেন।’