Keshari Nath Tripathi Passes Away: প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

Keshari Nath Tripathi Passes Away: গত ডিসেম্বর মাস থেকেই উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতিই তাঁর হাত ভেঙে গিয়েছিল।

Keshari Nath Tripathi Passes Away: প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 12:21 PM

লখনউ: প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) । রবিবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্য়াগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গত ডিসেম্বর মাস থেকেই উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতিই তাঁর হাত ভেঙে গিয়েছিল। তবে মূলত শ্বাসকষ্টের সমস্যা নিয়েই তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। গত সপ্তাহেই তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। আজ, রবিবার ভোর ৫টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্য়াগ করেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্য়পাল (Governor) ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী গত ৮ ডিসেম্বর বাথরুমে পড়ে যান, তাঁর হাত ভেঙে যায়। এরপর থেকেই খেতে সমস্যা হচ্ছিল তাঁর। এরপরে গত ৩১ ডিসেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় তাঁর। পাশাপাশি মূত্রের সমস্যাও দেখা দেয়। দ্রুত তাঁকে প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ দিন ভোর পাঁচটা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্য়াগ করেন। এর আগে তিনি দুইবার করোনা আক্রান্তও হয়েছিলেন।

তাঁর প্রয়াণের খবর পেয়েই টুইটে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯৩৪ সালের ১০ নভেম্বর উত্তর প্রদেশের এলাহাবাদে (বর্তমানে প্রয়াগরাজ) জন্ম গ্রহণ করেন কেশরীনাথ ত্রিপাঠী। পেশায় আইনজীবী কেশরীনাথ পশ্চিমবঙ্গ, বিহার, মেঘালয় ও মিজোরামের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উত্তর প্রদেশে বিজেপির সভাপতিও ছিলেন।

২০১৪ সালের ২৪ জুলাই তিনি পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সাল অবধি তিনি এই দায়িত্ব পালন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে অম্ল-মধুর সম্পর্ক ছিল তাঁর। পশ্চিমবঙ্গের রাজ্য়পাল থাকাকালীনই তিনি দুই দফায় বিহারের রাজ্যপাল হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্য়পাল থাকাকালীনই তাঁকে মেঘালয় ও মিজোরামের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়।

কেশরীনাথ ত্রিপাঠী ছয়বার উত্তর প্রদেশের বিধানসভার সদস্য় ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল অবধি উত্তর প্রদেশের ক্য়াবিনেট মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। পেশায় আইনজীবী কেশরীনাথ এলাহাবাদ হাইকোর্টে নিয়মিত প্র্যাকটিস করতেন। তবে সাহিত্য়ের প্রতি তাঁর টান ছিল। তিনি একাধিক সাহিত্য় ও কবিতার বই লিখেছিলেন। তাঁর বই “সঞ্চয়িতা: কেশরীনাথ ত্রিপাঠী” একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছিল।