Firing At BJP Leader: বিজেপি নেতার সোনার দোকানের সামনে বাইকে চেপে এসেছিল তিনজন, হঠাৎ পকেট থেকে বেরল কালো একটা বস্তু, তারপরই…
Crime News: গুলির শব্দ শুনতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাজার করতে আসা লোকজন ছোটাছুটি শুরু করলে, ওই দুষ্কৃতীরা বাইক নিয়ে চম্পট দেয়।
ভোপাল: দিনে দুপুরে প্রকাশ্যে গুলি চলল বিজেপি নেতার উপরে। ব্যস্ত বাজারের মধ্যেই ওই স্থানীয় বিজেপি নেতার দোকানের সামনে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে তিনজন আরোহী ছিলেন। হঠাৎই একজন পকেট থেকে বন্দুক বের করে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালান। কোনওমতে মাথা নীচু করে প্রাণে বাঁচেন ওই নেতা। গুলি চলার শব্দে বাজারে চাঞ্চল্য় ছড়াতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় আততায়ীরা। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের মোরেনাতে। ইতিমধ্যেই ওই হামলার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য প্রদেশের যে বিজেপি নেতার উপরে হামলা হয়, তাঁর নামসন সন্তোষ কুমার শর্মা। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী। নিজস্ব গহনার দোকান রয়েছে তাঁর। রবিবার হামলার সময় দুই বন্ধুর সঙ্গে তিনি নিজের দোকানে বসেছিলেন। সেই সময়ই একটি বাইক হঠাৎ এসে দোকানের সামনে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই বাইক আরোহী ওই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণে বাঁচতে মাটিতে শুয়ে পড়েন ওই ব্যক্তি।
এদিকে, গুলির শব্দ শুনতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাজার করতে আসা লোকজন ছোটাছুটি শুরু করলে, ওই দুষ্কৃতীরা বাইক নিয়ে চম্পট দেয়। গুলি চালানোর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু করা হয়েছে তদন্ত। হামলার সময়েই দোকানের উল্টোদিকে এক ব্যক্তিও সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। তবে ওই ব্যক্তিও হামলার সঙ্গে জড়িত কিনা, তা জানা যায়নি।