মোদীর কেন্দ্রেই হেরে গেল বিজেপি
বারাণসী বিধান পরিষদের (Legislative Council Elections) দু'টি আসনেই হারের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে। উভয় আসনেই জয়লাভ করেছে অখিলেশের সমাজবাদী পার্টি। আসন দু'টি শিক্ষক ও স্নাতক পদাধিকারীদের জন্য সংরক্ষিত ছিল।
লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসীতেই (Varanasi) বড় ধাক্কা খেল বিজেপি (BJP)। গত এক দশক ক্ষমতা ধরে রাখার পর বারাণসী বিধান পরিষদের (Legislative Council Elections) দু’টি আসনেই হারের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে। উভয় আসনেই জয়লাভ করেছে অখিলেশের সমাজবাদী পার্টি। আসন দু’টি শিক্ষক ও স্নাতক পদাধিকারীদের জন্য সংরক্ষিত ছিল।
শনিবার ফলাফল বের হওয়ার পর দেখা যায়, স্নাতক আসন থেকে জিতেছেন সপা-র আশুতোষ সিনহা। তাঁর আরেক সতীর্থ লালবিহারী যাদব জেতেন শিক্ষকদের জন্য সংরক্ষিত আসন থেকে।
উত্তর প্রদেশের ১১টি বিধান পরিষদের আসনে ভোটগ্রহণ হয়েছিল গত মঙ্গলবার। শনিবার ফল প্রকাশের পর ১১টি আসনের মধ্যে বিজেপি জয়লাভ করে চারটি আসনে। সমাজবাদী পার্টি জেতে তিনটি আসন। বাকি দুটি আসন নির্দল প্রার্থীদের পকেটে যায়। এখানেও কংগ্রেসের হাত শূন্যই থেকেছে। এখনও দুটি আসনের ফলপ্রকাশ হওয়া বাকি। তবে বিজেপির শক্ত গড় ও খোদ প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির এই উত্থান চমকে দিয়েছে অনেককে। যদিও এই ফলাফলে আশাবাদী হওয়ার কোনও কারণ পর্যবেক্ষকরা দেখতে পাচ্ছেন না।
আরও পড়ুন: ‘যোগ্যতার সঙ্গে কাজ করে প্রাধান্য নেই, ঠান্ডা ঘরে বসারাই সামনের সারিতে’, বিস্ফোরক রাজীব
কেননা, ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও বেশ কয়েকটি উপনির্বাচনে বিরোধী জোট বেশ ভাল ফলাফল করেছিল। যার মধ্যে ছিল খোদ যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুর। কিন্তু লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কারণ ব্যাখ্যা করে রাজনীতির কারবারিরা বলছেন, ছোট নির্বাচনে সাধারণত বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি প্রয়োগ করে না। কিন্তু যেখানে কোনও বড় নির্বাচন হয়। বা কোনও নির্বাচনের ফলাফল যখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়, তখন সেখানে নিজের সর্বশক্তি ঢেলে দেয় গেরুয়া শিবির। সেই কারণে এই নির্বাচনের ফলাফল দেখে খুব একটা আশাবাদী হতে পারছে না বিরোধীরাও।