Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cow Puja: ভ্যালেন্টাইন্স ডে-তে গুড়-রুটি দিয়ে গো-পুজো করুন, আবেদন বিজেপি মন্ত্রীর

ঘুঁটে পরিবেশবান্ধব এবং এটা বায়ু দূষণ কমায় বলে দাবি বিজেপি মন্ত্রীর।

Cow Puja: ভ্যালেন্টাইন্স ডে-তে গুড়-রুটি দিয়ে গো-পুজো করুন, আবেদন বিজেপি মন্ত্রীর
গো-পুজো। প্রতীকি চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 10:08 PM

লখনউ: দেশজুড়ে বিতর্কের জেরে ভ্যালেন্টাইন্স ডে-তে গো আলিঙ্গন দিবস উদযাপন করার আবেদন প্রত্যাহার করেছে কেন্দ্র। তবে এবার ভ্যালেন্টাইন ডে-তে গরুকে পুজো করার আবেদন জানালেন বিজেপি মন্ত্রী। একেবারে গুড়-রুটি দিয়ে গরুকে পুজো করার আবেদন জানালেন এক বিজেপি মন্ত্রী। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মন্ত্রী ধরমপাল সিং ভ্যালেন্টাইন্স ডে-তে গরু পুজো করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে ভালবাসার দিন হিসাবে পরিচিত। আর গরু বিশ্বমাতা। তাই ওই ভালোবাসার দিনে গরুকে ভালোবাসা এবং সেবা করার অঙ্গীকার হোক। গুড়-রুটি দিয়ে গরু পুজো করুন এবং গরুর পা ছুঁয়ে থেকে প্রণাম করুন।”

তবে কেবল ভ্যালেন্টাইনস ডে নয়, প্রতিদিনই গরুকে নিয়মিতভাবে গুড়-রুটি দেওয়া উচিত বলেও দাবি জানিয়েছেন যোগী সরকারের মন্ত্রী। তিনি বলেন, “ভারতীয় সমাজের প্রায় প্রতিটি অনুষ্ঠানে দুধ এবং দুধের তৈরি খাদ্য সামগ্রী ব্যবহৃত হয়। কেবল ধর্মীয় আবেগের জন্য নয়, মানব সমাজে গরুর প্রয়োজনের কথা বিবেচনা করে তাদের দেখভাল করা উচিত।” এমনকি হোলিকা দহন (ন্যাড়াপোড়া)-এর সময় গরুর গোবর থেকে তৈরি ঘুঁটে ব্যবহার করার আবেদন জানিয়েছেন যোগীর মন্ত্রী। তাঁর মতে, “ঘুঁটে পরিবেশবান্ধব এবং এটা বায়ু দূষণ কমায়।”

প্রসঙ্গত, সম্প্রতি ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে গো-আলিঙ্গন হিসাবে উদযাপন করার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রের প্রাণী কল্যাণ মন্ত্রক। যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কে ঝড় উঠেছে। এরপরই গো আলিঙ্গন দিবস উদযাপন করার আবেদন প্রত্যাহার করে নেয় প্রাণী কল্যাণ পর্ষদ।