BJP MLA T Raja Singh: নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তির অভিযোগ, গ্রেফতার বিজেপি বিধায়ক টি রাজা সিং
BJP MLA T Raja Singh: মঙ্গলবার (২৩ অগস্ট) বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
হায়দরাবাদ: মঙ্গলবার (২৩ অগস্ট) বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার রাতে তাঁর গ্রেফতারি চেয়ে হায়দরাবাদ শহরের বিভিন্ন থানায় বিক্ষোভ দেখান একাধিক মুসলিম সংগঠন। তাঁরা অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এরপরই এদিন গ্রেফতার করা হয় তাঁকে।
কমেডিয়ান মুননাওয়ার ফারুক এবং তাঁর কমেডি শো-এর সমালোচনা করে সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ১০ মিনিটের ভিডিয়ো পোস্ট করেছিলেন বিজেপি বিধায়ক টি রাজা সিং। সেই ভিডিয়োতেই ওই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বস্তুত, গত শুক্রবারই হায়দারাবাদে মুন্নাওয়ার ফারুকির শো-এ বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিলেন বিজেপি বিধায়ক। ওইদিন তাঁকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছিল।
১০ মিনিটের ওই ভিডিয়োটিতে বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, “এই প্রথম কোনও ভিডিয়োতে আমি এই ভাবে কথা বলছি। কারণ কি? কারণ এক ব্যক্তি আমার ভগবান রাম ও সীতা মাকে গালিগালাজ করেছে। সে আমার দেবতাদের নিয়ে কমেডি করেছে। আজ আর কোনও উপায় না পেয়ে আমি তোমার মাকে নিয়ে কমেডি করছি। এটা আমার কাছে যন্ত্রণার।”
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে হায়দরাবাদ ওয়েস্ট জ়োন পুলিশের ডিসিপি জোয়েল ডেভিস জানিয়েছেন, বিজেপি বিধায়কের টি রাজা সিং-এর বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ পেয়েছিলেন। তারপরই এদিন তাঁকে গ্রেফতার করা হয়। তবে, বিজেপি বিধায়কের দাবি, পুলিশ কীসের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করল, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর দাবি, তিনি কোনও বিশেষ সম্প্রদয়ের নাম করেননি। তাঁর তৈরি ভিডিয়োটি ছিল একমাত্র মুন্নাওয়ার ফারুকির বিরুদ্ধে। তিনি কারোর ভাবাবেগে আঘাত করতে চাননি বলেই দাবি করেছেন তিনি।
টি রাজা সিংয়ের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে হায়দরাবাদের সাংসদ তথা এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেছেন, এটা মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার জন্য বিজেপির ইচ্ছাকৃত প্রচেষ্টা। বিষয়টি নূপুর শর্মা মামলার ধারাবাহিকতা বলেই দাবি করেছেন তিনি। বিজেপি বিধায়কের ওই ভিডিয়ো নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “বিজেপি হায়দরাবাদে শান্তির পরিবেশ দেখতে পারে না। বিজেপি দেশের সামাজিক কাঠামো ভেঙে দিতে চায়।”