Anand Sharma: ‘আমার ব্যক্তিগত বন্ধু’, আনন্দ শর্মা কি এবার বিজেপিতে? নাড্ডার মন্তব্যে জল্পনা

Himachal Pradesh: রবিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম পরিচিত মুখ আনন্দ শর্মা হিমাচল প্রদেশ কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

Anand Sharma: 'আমার ব্যক্তিগত বন্ধু', আনন্দ শর্মা কি এবার বিজেপিতে? নাড্ডার মন্তব্যে জল্পনা
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 2:53 PM

সিমলা: ‘বিক্ষুব্ধ’ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাম্প্রতিকতম মন্তব্যে গুঞ্জন জোরাল হয়েছে। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিজেপি সভাপতি ‘বিশেষ বন্ধু’ আনন্দ শর্মাকে নিয়ে মন্তব্য করেছেন। আনন্দ শর্মা ও নাড্ডার মতো এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সম্প্রতি তিনি রাজ্যের দলীয় পদ ছেড়েছেন। এদিন আনন্দ শর্মাকে নিয়ে নাড্ডা বলেন, “আনন্দ শর্মা ব্যক্তিগতভাবে আমার বন্ধু। ব্যক্তিগত কারণে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। কংগ্রেসের পদ থেকে ইস্তফা দেওয়া একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বিজেপিতে যোগ দিতে চান, সেই নিয়ে এখনও কিছু বলেননি।” পদ থেকে ইস্তফা দেওয়ার পর আনন্দ শর্মাকে নাড্ডার এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম পরিচিত মুখ আনন্দ শর্মা হিমাচল প্রদেশ কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে লেখা চিঠিতে আনন্দ শর্মা লিখেছেন, “আত্ম সম্মানের সঙ্গে কোনও আপোস নয়।” দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিভিন্ন নীতি নিয়ে সরব হয়ে এসেছিলেন জি-২৩ গোষ্ঠীর নেতারা। বেশ কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে নির্দল হিসেবে রাজ্যসভায় গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও বেসুরো। সাম্প্রতিক আনন্দ শর্মার এই পদক্ষেপ হাত শিবিরের চাপ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নতুন আবাগারি নীতি নিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযান নিয়েও এদিন মুখ খোলেন জেপি নাড্ডা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত নিয়ে রাজনীতি করা কখনই উচিত নয়। তিনি বলেন, “সম্প্রতি আম আদমি পার্টির রাজনীতিতে উত্থান হয়েছে। এমনকী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীকে সিট তদন্তের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তিনি কখনও তদন্তরে বিরোধিতা করেননি। আইনকে আইনের মতো চলতে দেওয়া হোক।”