BJP Candidate List: তালিকায় ৩ সাংসদ, তেলঙ্গানা বিধানসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

BJP Candidate List: প্রার্থী তালিকায় নাম রয়েছে লোকসভার তিন সাংসদের। তার মধ্যে একজন হলেন তেলঙ্গানার প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার। তিনি করিমনগর থেকে প্রার্থী হয়েছেন।

BJP Candidate List: তালিকায় ৩ সাংসদ, তেলঙ্গানা বিধানসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2023 | 6:42 PM

হায়দরাবাদ: তেলঙ্গানা বিধানসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় ৫২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রার্থী তালিকায় নাম রয়েছে লোকসভার তিন সাংসদের। তার মধ্যে একজন হলেন তেলঙ্গানার প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার। তিনি করিমনগর থেকে প্রার্থী হয়েছেন।

প্রথম দফার প্রার্থী তালিকায় কুমার ছাড়া আর যে দুই সাংসদকে বিজেপি টিকিট দিল, তাঁরা হলেন সোয়াম বাপু রাও এবং ধর্মপুরী অরবিন্দ। বাপু রাও বোয়াথ থেকে ভোটে লড়বেন। আর অরবিন্দ ভোটে লড়বেন কোরাটলা আসন থেকে। তেলঙ্গানায় বিজেপির সাংসদ সংখ্যা চার। তার মধ্যে তিনজনকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। রাজ্যের চার সাংসদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে প্রার্থী করা হয়নি বিধানসভা নির্বাচনে। কিষাণ রেড্ডিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী না করা নিয়ে তেলঙ্গানা বিজেপির প্রধান মুখপাত্র কে কৃষ্ণ সাগর বলেন, উনি রাজ্য বিজেপির সভাপতি। আবার কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর উপর অনেক দায়িত্ব। তাই, তাঁকে প্রার্থী করে আরও চাপ বাড়ানো হয়নি।

বিজেপির নির্বাচন কমিটির প্রধান এতেলা রাজেন্দর প্রার্থী হয়েছেন হুজুরাবাদ থেকে। এছাড়া গাজওয়েল আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এই আসনে আবার প্রার্থী হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও (KCR)। তবে কেসিআর-ও আরও একটি আসনে প্রার্থী হয়েছেন। গাজওয়েল ছাড়াও তিনি লড়বেন কামারেড্ডি আসন থেকে।

তেলঙ্গানায় বিজেপির হিন্দুত্ববাদী নেতা টি রাজা সিংকেও টিকিট দিয়েছে দল। সাসপেনশন প্রত্যাহার করে ঘোষামহল থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় ১২ জন মহিলার নাম রয়েছে। তেলুগু দেশম পার্টি ছেড়ে বিজেপিতে আসা আদিলাবাদ রমেশ রাঠোডকেও প্রার্থী করেছে গেরুয়া শিবির।

তেলঙ্গানা বিধানসভার মোট আসন সংখ্যা ১১৯। ৩০ নভেম্বর এক দফায় দক্ষিণের এই রাজ্যে ভোট হবে। ফলাফল ঘোষণা ৩ ডিসেম্বর। ফলে তেলঙ্গানার মসনদে কে বসবেন, তা জানতে অপেক্ষা করতে হবে মাস দেড়েক।