Sikkim Flash Flood: তিস্তার পাড়ে হঠাৎ বিস্ফোরণ, হড়পা বানের পর নতুন বিপদ সিকিমে
Sikkim Flash Flood: সাধারণ মানুষকে এই অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক নিয়ে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এমন কিছু দেখলে যেন সবাই সতর্ক থাকেন ও প্রশাসনকে জানান, সে বার্তাই দেওয়া হয়েছে।
সিকিম: কয়েক মিনিটের বিপর্যয়ে কার্যত তছনছ হয়ে গিয়েছে সিকিম। তিস্তার জলের তোড়ে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। মাঝে তিন দিন কেটে গেলেও বিপর্যয়ে প্রভাব কাটিয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। তিস্তার জলে এখনও ভেসে আসছে মৃতদেহ। শতাধিক মানুষের খোঁজ চলছে তৎপরতার সঙ্গে। এরই মধ্যে সামনে আসছে নতুন বিপদ। শুক্রবার আচমকা সিকিমের রংপোতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ।
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে হড়পা বানের জেরে যে বিপুল বিস্ফোরক নদীতে ভেসে এসেছে, তা থেকেই এই বিস্ফোরণ। হড়পা বানে সেনা ছাউনি ও সেনাবাহিনীর একাধিক গাড়ি ভেসে গিয়েছে। ফলে প্রচুর অস্ত্র ও বিস্ফোরকও যে ভেসে গিয়েছে, তা স্পষ্ট। সম্প্রতি ময়নাগুড়িতে ভেসে আসা মর্টাল শেল ফেটে মৃত্যু হয়েছে এক শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সাধারণ মানুষকে এই অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক নিয়ে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এমন কিছু দেখলে যেন সবাই সতর্ক থাকেন ও প্রশাসনকে জানান, সে বার্তাই দেওয়া হয়েছে। অস্ত্র দেখলেও তাতে যেন কেউ হাত না দেয়, সে ব্যাপারেও সতর্ক করেছে সিকিমের রাজ্য রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা বিভাগ।
উত্তর সিকিমের চুংথাম এলাকার একটি সেনা ছাউনি ভেসে গিয়েছে। ঘটনার পর পলি সরাতেই দেখা গিয়েছে সেনাবাহিনীর একাধিক গাড়ি। এখনও পর্যন্ত মোট ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিস্তার পাড় থেকে, যার মধ্যে সাতজন সেনা জওয়ান ছিলেন বলে সিকিম প্রশাসন সূত্রে খবর।
There was a blast in the river bank of Teesta river near Rangpo.#sikkimflood pic.twitter.com/KyUC0qHn4H
— Jyoti Mukhia (@jytmkh) October 6, 2023