Jacqueline-Nora: তুঙ্গে দুই বলিউড-সুন্দরীর বিবাদ, জ্যাকলিনের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান নোরার
Nora Fatehi: গত ডিসেম্বরে ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে নুরা ফাতেহি। সেই অভিযোগ খারিজ করে দিয়ে মরক্কো-সুন্দরীর দাবি, এই মামলায় কারা জড়িত, সে ব্যাপারে তিনি জানেন না।
নয়া দিল্লি: ২০০ কোটির আর্থিক তছরুপের মামলা নিয়ে দুই বলিউড-সুন্দরীর বিবাদ তুঙ্গে উঠেছে। এবার জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিরুদ্ধে মানহানির মামলায় সোমবার দিল্লির পাতিয়ালা কোর্টে বয়ান দিলেন নোরা ফাতেহি (Nora Fatehi)। তাঁকে ‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে’ এবং তার জেরে তাঁকে ‘সাইবার বুলিংয়ের শিকার’ হতে হচ্ছে বলে আদালতে বয়ান দিয়েছেন নোরা।
এদিন জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে সুর চড়িয়ে নোরা ফাতেহি তাঁর বয়ানে বলেন, তাঁকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করা হয়েছে এবং কন আর্টিস্ট সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া নিজেদের থেকে দৃষ্টি ঘোরাতে তাঁকে ক্রিমিনাল মামলায় অভিযুক্ত করা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন নোরা ফাতেহি।
মূলত, গত ডিসেম্বরে ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে নোরা ফাতেহির। সেই অভিযোগ খারিজ করে দিয়ে মরক্কো-সুন্দরীর দাবি, এই মামলায় কারা জড়িত, সে ব্যাপারে তিনি জানেন না। এমনকি, তিনি বহিরাগত এবং এদেশে একা বলে কয়েকজন নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে সংবাদমাধ্যমের কাছে তাঁকে শিকার করা হয়েছে বলেও পাল্টা দাবি জানিয়েছেন নোরা।
আর্থিক, সামাজিক এবং ব্যক্তিগতভাবে পতন নিশ্চিত করতেই এই মামলার অন্যতম অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন বলেও অভিযোগ নোরা ফাতেহির।
প্রসঙ্গত, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় সুকেশ চন্দ্রশেখর ও লীনা মারিয়া পলকে আগেই গ্রেফতার করেছিল ইডি। গত ৩০ নভেম্বর দিল্লি পুলিশ এই মামলায় পিঙ্কি ইরানিকে গ্রেফতার করে। নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নেন্ডেজকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা।