Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

G-20 Summit 2023: গোষ্ঠী লড়াইয়ে জয়ী জি-২০, দূরদর্শী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী মোদী: জিম ও’নেইল

Jim O’ Neill: ভারত ও চিনের মধ্যে সংহতির অভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষত, নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সামিটে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি দুই দেশের মধ্যেকার বিভেদ আরও স্পষ্ট করেছে। এটা নতুন ব্রিকসের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন জিম ও'নেইল।

G-20 Summit 2023: গোষ্ঠী লড়াইয়ে জয়ী জি-২০, দূরদর্শী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী মোদী: জিম ও'নেইল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: GETTY
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 9:23 PM

লন্ডন: যে কোনও গ্লোবাল চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষমতা রাখতে সক্ষম জি-২০ (G-20)। সম্প্রতি নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সামিটের শেষে যৌথ বিবৃতিতে এমনই দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এবারের ব্রিকস সামিটে সংস্থার নতুন সদস্য হিসাবে ৬টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে। তারপরেও ব্রিকস বা জি-৭ নয়, জি-২০ একমাত্র সংস্থা, যার সুযোগ ও বৈধতা, বিশ্বব্যাপী এবং বৈশ্বিক সমস্যার সমাধান করতে সক্ষম। জি-২০ সামিটের যৌথ বিবৃতি তুলে ধরে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ অর্থনীতিবিদ তথা ব্রিটেনে হাউস অফ লর্ডসের সদস্য ও ব্রিকস-এর নামকরণের হোতা জিম ও’নেইল। তাঁর মতে, আন্তর্জাতিক সংস্থাগুলির গোষ্ঠী লড়াইয়ে জয়ী জি-২০।

ভারত ও চিনের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষত, নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সামিটে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি দুই দেশের মধ্যেকার বিভেদ আরও স্পষ্ট করেছে। এটা নতুন ব্রিকসের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন জিম ও’নেইল। তাঁর মতে, যদি শি জিনপিং বিষয়টি আড়াল করতে চান, তাহলে তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে এবারের জি-২০ সামিটের সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমানের শীর্ষ সম্মেলনগুলির মধ্যে শ্রেষ্ঠ করে তুলেছে। বর্তমানে শি জিনপিংয়ের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসাবে মনে হচ্ছে বলে দাবি জিম ও’নেইলের।

এবারের জি-২০ সামিটে নয়া দিল্লির তরফে দেওয়া বিবৃতিতে জলবায়ুর পরিবর্তন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতাবস্থা-সহ ইউক্রেনের যুদ্ধের বিষয়টিও তুলে ধরা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতিতে জি-২০-র বাকি রাষ্ট্রপ্রধানরা নয়া দিল্লির এই বিবৃতিতে সহমত পোষণ করেছে।