Firing Case: ডাকাতি করার আগে যৌনপল্লীতে ঢুঁ, চলল গুলি, লুটিয়ে পড়লেন যৌনকর্মী
GB Road Brothel: পুলিশের তরফে জানা গিয়েছে, একটি মিষ্টির দোকানে ডাকাতির উদ্দেশে এসেছিল তিন দুষ্কৃতী। কিন্তু অনেক আগে চলে আসায় তারা দিল্লির জিবি রোড যৌনপল্লীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
নয়াদিল্লি: দিল্লির যৌনপল্লীতে চলল গুলি। গুলির আঘাতে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। যৌনপল্লীর এক দালাল গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় দিল্লির জিবি রোড এলাকার যৌনপল্লীতে। খবর পেয়ে অভিযুক্তদের ধরতে একাধিক তদন্ত দল গঠন করে পুলিশ। এর পরই উত্তর প্রদেশ ও পঞ্জাবের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্তরা গুলি চালনার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। সূত্রে আরও খবর, অভিযুক্তরা ডাকাতি করতে দিল্লি এসেছিল। ডাকাতির আগে তাঁরা যৌনপল্লীতে গিয়েছিল। সেখানেই ঝামেলা বাধে তাদের সঙ্গে। তখনই তারা গুলি চালায় বলে অভিযোগ।
৭ মার্চ দিল্লির কমলা মার্কেট থানায় যৌনপল্লীতে গুলি চলার খবর যায়। পুলিশ এসে দেখে ৩০ বছরের এক যৌনকর্মী ও এক দালাল গুলি বিদ্ধ হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হয় তাঁদের। হাসপাতালেই মৃত্যু হয় ওই যৌনকর্মীর। এবং অপর জন ভর্তি হাসপাতালে। সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। তার পর তাঁদের খোঁজ শুরু হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দিল্লি থেকে পালিয়েছিল। উত্তর প্রদেশ এবং পঞ্জাবে পালিয়েছিল তারা। সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় পঞ্জাব ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় অভিযান চালানো হয়। তাতেই গ্রেফতার হয় তিন অভিযুক্ত। পুলিশ জানিয়েছ, অভিযুক্তরা হল কাকা, হ্যাপি ও অনিল। তারা তিন জনেই বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তরফে জানা গিয়েছে, একটি মিষ্টির দোকানে ডাকাতির উদ্দেশে এসেছিল তিন দুষ্কৃতী। কিন্তু অনেক আগে চলে আসায় তারা দিল্লির জিবি রোড যৌনপল্লীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে ঝামেলায় জড়ায় তারা। পুলিশের অনুমান, দুষ্কৃতীদের কোমরে পিস্তল দেখে ভয় পেয়েছিলেন যৌনপল্লীর লোকেরা। সে সময় তারা পুলিশকে খবর দেওয়া ও পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখনই দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।