BSF Jawan Missing: পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে হঠাৎ নিখোঁজ ডিউটিরত বিএসএফ জওয়ান! ঘনাচ্ছে রহস্য

Jammu Kashmir: জানা গিয়েছে, ওই জওয়ান বিহারের বাসিন্দা। সম্প্রতিই তাঁর পোস্টিং হয় জম্মু-কাশ্মীরের। কন্সটেবল পদে কর্মরত ছিলেন তিনি।

BSF Jawan Missing: পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে হঠাৎ নিখোঁজ ডিউটিরত বিএসএফ জওয়ান! ঘনাচ্ছে রহস্য
ফাইল ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 1:12 PM

শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখা থেকে হঠাৎ উধাও বিএসএফ জওয়ান (BSF Jawan)! জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন এক বিএসএফ জওয়ান। শনিবার সকালে বিএসএফের তরফে এই তথ্য জানানো হয়। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখার (Line of Control) কাছে অবস্থিত পোস্ট থেকে উধাও হয়ে যান। তন্নতন্ন করে খুঁজেও তাঁর হদিস মেলেনি। এরপর নিখোঁজ ডায়েরি (Missing Diary) করা হয়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ান জেনারেল ডিউটিতে ছিলেন। শুক্রবার রাতে পুঞ্চ জেলার বালাকোট সেক্টরের ভারানি ফরওয়ার্ড ক্যাম্পে ডিউটি করছিলেন তিনি। হঠাৎই ডিউটিতে থাকা বাকি জওয়ানরা খেয়াল করেন, আশেপাশে কোথাও ওই জওয়ানকে দেখা যাচ্ছে না। শুরু হয় খোঁজ। বিএসএফের বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু কোথাও তাঁর কোনও হদিস মেলেনি।

এরপর এ দিন সকালে বিএসএফের তরফে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ইতিমধ্যেই পুলিশও তল্লাশি অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, ওই জওয়ান বিহারের বাসিন্দা। সম্প্রতিই তাঁর পোস্টিং হয় জম্মু-কাশ্মীরের। কন্সটেবল পদে কর্মরত ছিলেন তিনি। কীভাবে ডিউটির মাঝ থেকেই ওই জওয়ান নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ডিউটিতে থাকা বাকি জওয়ানদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থাকায় জম্মু-কাশ্মীর এমনিতেই স্পর্শকাতর অঞ্চল। সেখানে নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে বিএসএফ জওয়ান হঠাৎ উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পিছনে পাকিস্তানের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিএসএফের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।