Mayawati Slams Akhilesh: ‘বিজেপি-সপার সমীকরণ সকলের জানা’, ‘বুয়ার’ ছোড়া তিরে বিদ্ধ ‘বাবুয়া’
Uttar Pradesh: এই পোস্টার নিয়েই অখিলেশের সপাকে আক্রমণ করে মায়াবতীর দাবি, উত্তর প্রদেশে জমি হারিয়ে ফেলেছে মুলায়ম সিং প্রতিষ্ঠিত দল।
লখনউ: ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথা রেখে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির তরফে পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টার প্রকাশের কয়েক ঘণ্টার অখিলেশকে কটাক্ষ করলেন সেরাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী (Mayawati)। মায়াবতীর অভিযোগ, নিজের খামতি গুলিকে ঢাকতে অখিলেশ ও তাঁর সমর্থকরা ‘শিশুসুলভ’ শব্দ ব্যবহার করেছেন।
টুইটারে সপা প্রধান অখিলেশ যাদবকে কটাক্ষ করে মায়াবতী লেখেন, “জনবিরোধী বিভিন্ন সিদ্ধান্ত লুকিয়ে রাখার জন্য, তিনি মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং শিশুসুলভ শব্দের মাধ্যমে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।” মায়বতী জানিয়েছেন, এই কারণে উত্তর প্রদেশের সাধারণ মানুষ ও অন্যান্য বিরোধী দলগুলির সপা সম্পর্কে সতর্ক হওয়া উচিত।
সম্প্রতি বিহারের বিজেপির হাত ছেড়ে আরজেডি কংগ্রেসের হাত ধরে সরকার গঠন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশের সেই অবস্থাকে সমর্থন করে অখিলেশের সমাজবাদী পার্টির তরফে একটি পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে বিরোধী ঐক্যের পক্ষেও জোরাল সওয়াল করা হয়েছে। পোস্টারে সপা লিখেছে “ইউ + বিহার= গ্যায়া মোদীর সরকার।”
এই পোস্টার নিয়েই অখিলেশের সপাকে আক্রমণ করে মায়াবতীর দাবি, উত্তর প্রদেশে জমি হারিয়ে ফেলেছে মুলায়ম সিং প্রতিষ্ঠিত দল। তিনি বলেন, “উত্তর প্রদেশে নিজেদের সমর্থন হারিয়ে ফেলেছে সমাজবাদী পার্টি, তাদের কার্যকলাপ থেকেই সেটা বোঝা যাচ্ছে। যদি তাদের পারিবারিক সমস্যা, শরিকদের সঙ্গে ঝগড়া এবং অপরাধীদের সঙ্গে যোগসাজশ সামনে আসে, তবে মানুষের মধ্যে তাদের নিয়ে হতাশা তৈরি হওয়াটা কি অস্বাভাবিক?”
মায়াবতীর মতে, সপার কারণে উত্তর প্রদেশে বিজেপির এত বাড়বাড়ন্ত। টুইটারে তিনি লেখেন “বিজেপি ও সপার অভ্যন্তরীণ জটিল সমীকরণ কারও অজানা নয়, সেই কারণে সপা প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বে বিজেপি শাসিত সরকার সব কিছুতে পার পেয়ে যাচ্ছে। সপার এই আচরণের কারণে রাজ্যের মানুষ, মূলত মুসলিমদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।”