Wall Collapsed in Vrindavan: আচমকা দেওয়াল ভেঙে মৃত ৫, ঠিক কী ঘটল বাঁকে বিহারী মন্দিরের কাছে? রইল ফুটেজ
Wall Collapsed in Vrindavan: দেখা যাচ্ছে, মন্দিরের কাছে একটি দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানুষজন। সেই সময় আচমকা ভেঙে পড়ে দেওয়াল।
বৃন্দাবন: বৃন্দাবনের বিখ্যাত মন্দির বাঁকে বিহারীর কাছেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আচমকা ভেঙে পড়ল একটি বাড়ি। ভাঙা দেওয়ালের তলায় চাপা পড়ে যান অনেকে। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের, আহত হয়েছেন ১০ জন। স্থানীয় সূত্রে খবর, ওই দেওয়ালের ওপর বসেছিল বেশ কয়েকটি হনুমান। তাদের মধ্যে মারপিঠ চলছিল। সেই সময়েই ভেঙে পড়ে দেওয়ালটি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাড়িটির একটি দেওয়াল দুর্বল ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পরই ছুটে যান এলাকার মানুষজন। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কতজন চাপা পড়ে রয়েছেন, তা প্রথমটায় বুঝে ওঠা সম্ভব ছিল না। পরে একে একে দেহ উদ্ধার হয় ধ্বংসাবশেষের তলা থেকে।
সিসিটিভিতে ধরা পড়েছে সেই দেওয়াল ভেঙে পড়ার দৃশ্য। সংবাদসংস্থা পিটিআই সেটি প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, মন্দিরের কাছে একটি দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানুষজন। সেই সময় আচমকা ভেঙে পড়ে দেওয়াল। কিছু বুঝে ওঠার আগেই কার্যত চোখের পলকে এই ঘটনা ঘটে যায়।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেওয়ালের তলা থেকে দেহ বের করতে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তর প্রদেশের মথুরা জেলার জেলাশাসক পুলকিত খারে এই প্রসঙ্গে জানিয়েছেন, ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। কীভাবে ওই ঘটনা ঘটল, তার তদন্ত চলছে।
VIDEO | A portion of an old building collapses near Banke Bihari Temple in Vrindavan. More details are awaited. pic.twitter.com/lRUd9H7GTr
— Press Trust of India (@PTI_News) August 15, 2023