Landslide in Himachal: খেলনাবাড়ির মতো ভেঙে পড়ছে… দেখুন সিমলার সেই ভয়াবহ ভিডিয়ো

Landslide in Himachal: ইতিমধ্যেই হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সোমবার থেকে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে সেখানে।

Landslide in Himachal: খেলনাবাড়ির মতো ভেঙে পড়ছে... দেখুন সিমলার সেই ভয়াবহ ভিডিয়ো
বাড়ি ভেঙে পড়ার সেই ছবিImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 10:14 PM

সিমলা: কোনওভাবেই যেন শান্ত হচ্ছে না হিমাচল প্রদেশ। আবারও নামল ধস। এবার কৃষ্ণ নগর এলাকা। ইতিমধ্যেই মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে ইতিমধ্যেই অনেকের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে। এবার পরপর ভেঙে পড়ল বেশ কয়েকটি বাড়ি। সংবাদসংস্থা এএনআই ইতিমধ্যেই বেশ একটি ধসের ভিডিয়ো প্রকাশ করেছে। সিমলার কৃষ্ণনগর এলাকার ঘটনা। ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, পরপর বাড়িগুলি ধসের কবলে একেবারে খেলনার মতো ভেঙে যাচ্ছে। সঙ্গে ভেঙে পড়ছে আস্ত গাছও। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। সিমলার ডেপুটি কমিশনার আদিত্য় নেগী এই ধসের খবর নিশ্চিত করেছেন।

সিমলার পুলিশ সুপার সঞ্জীব গান্ধী জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে এভাবে ধস নামতে শুরু করেছে। ভেঙে পড়া বাড়িগুলিতে কেউ আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উদ্ধার কাজ চলছে পুরোদমে।

ইতিমধ্যেই হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সোমবার থেকে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে সেখানে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এএনআই-কে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে প্রশাসনের তৎপরতায় চণ্ডীগড়-সিমলার ৪ লেনের হাইওয়ে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ, মঙ্গলবার সিমলার একটি ভেঙে পড়া শিব মন্দিরের তলা থেকে ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ১০জনের দেহ আটকে রয়েছে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। শুধুমাত্র সিমলার দাসার হিল আর ফাগলির ধসেই ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিন সকাল ৬টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ ও সেনাবাহিনী। ২৪ জুন থেকে ১৪ অগস্টের মধ্যে বৃষ্টির কারণে ৭ হাজার ১৭১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।