Crime News: বোরখা পরে শপিংমলের বাথরুমে ঘুরঘুর, পর্দা সরাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল!

Kerala: দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী খেয়াল করলেন যে ওই বোরখা পরিহিত মহিলা কোথাও যাচ্ছেন না, ওয়াশরুমের বাইরেই ঘোরাফেরা করছেন। সন্দেহ হতেই ভাল করে দেখেন ওই মহিলাকে। নজরে আসে যে ওই বোরখা পরিহিত 'মহিলা'র চালচলন একটু অন্যরকম।

Crime News: বোরখা পরে শপিংমলের বাথরুমে ঘুরঘুর, পর্দা সরাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল!
ধৃত যুবক।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 4:25 PM

তিরুবনন্তপুরম: শপিংমলের ওয়াশরুমে (Washroom) ঘুরেছিলেন বোরখা পরা এক ‘মহিলা’। বেশ কিছুক্ষণ বাদে বেরিয়ে এলেন তিনি। এ তো খুব সাধারণ ঘটনা। কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী খেয়াল করলেন যে ওই বোরখা পরিহিত মহিলা কোথাও যাচ্ছেন না, ওয়াশরুমের বাইরেই ঘোরাফেরা করছেন। সন্দেহ হতেই ভাল করে দেখেন ওই মহিলাকে। নজরে আসে যে ওই বোরখা পরিহিত ‘মহিলা’র চালচলন একটু অন্যরকম। জুতোও মেয়েদের নয়। এরপরই তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে বোরখা তুলতেই দেখলেন, মহিলা নয়, বোরখা পরে ঘুরছেন পুরুষ। তবে এখানেই শেষ নয়। চাপ দিতেই গলগল করে সত্যি বেরিয়ে এল যুবকের মুখ থেকে। জানা গেল, বুৃোরখা পরে মহিলাদের শৌচালয়ে ঢুকে মোবাইল রেকর্ডিং করছিল।

শপিংমলে ট্রায়াল রুমে ক্যামেরা লাগিয়ে মহিলাদের রেকর্ডিং করার ঘটনা আগেও ঘটেছে। এবার শৌচালয়ের ভিতরে মহিলাদের ভিডিয়ো রেকর্ডিং করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) কোচিতে। পুলিশ ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ওই যুবক পেশায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী।

বুধবার কোচির লুলু মলের মহিলাদের শৌচালয়ে বোরখা পরে ঢোকেন অভিমন্যু নামক ওই যুবক। এরপর এক কোণে মোবাইল ফোনটি রেখে আসেন। ফোনটি এমনভাবে রাখা ছিল যে মহিলাদের সমস্ত কার্যকলাপ ধরা পড়ছিল। ওই যুবক শৌচালয়ের বাইরেই ঘোরাফেরা করছিল। সেখানেই নিরাপত্তারক্ষীর নজরে আসে যুবকের সন্দেহভাজন গতিবিধি। যদিও তিনি দেখে বুঝতে পারেননি যে বোরখার আড়ালে মহিলা নয়, পুরুষ রয়েছেন।

পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলেও প্রথমে মুখ খুলতে নারাজ ছিল অভিযুক্ত। পরে গলা শুনে পুলিশ বুঝতে পারে যে অভিযুক্ত আসলে পুরুষ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(সি), ৪১৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়। এছাড়া তথ্য প্রযুক্তি আইনের ৬৬ই ধারাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।