BYJU lay off: ‘আর চাকরিটা নেই…’ একটা ফোনেই সব শেষ করে দিল এই সংস্থা
BYJU lay off: মাত্র একদিন আগে, সংস্থার তরফে কর্মীদের একটি ইমেল পাঠিয়ে বলা হয়েছিল যে তাঁদের বেতন দিতে কিছুটা দেরী হচ্ছে। সংস্থার মুখপাত্র জানান, ব্যবসা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেই কাজ। সেই কারণেই বেতন দিতে দেরী হচ্ছে বলে জানানো হয়েছিল।
নয়া দিল্লি: এডুটেক সংস্থা হিসেবে পরিচিত বাইজুস (BYJUS) আবারও বহু লোককে ছাঁটাই করেছে চাকরি থেকে। এবার আর আগে থেকে কিছু জানানো হয়নি কর্মীদের, কোনও নোটিস দেওয়া হয়নি, সময়ও দেওয়া হয়নি। সোজাসুজি জানিয়ে দেওয়া হয়েছে, আর সংস্থার কর্মী থাকছেন না তাঁরা। প্রথমে ফোনে ও পরে ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে এ কথা।
জানা গিয়েছে, এবার প্রায় ৫০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। বেশ কয়েকদিন আগে সংস্থার তরফে সমস্ত কর্মীদের বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছিল। অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছিল কর্মীদের জন্য। এরপরই জল্পনা তৈরি হয় যে আবারও ছাঁটাই করতে পারে ওই সংস্থা। এরপরই এই সিদ্ধান্ত।
মাত্র একদিন আগে, সংস্থার তরফে কর্মীদের একটি ইমেল পাঠিয়ে বলা হয়েছিল যে তাঁদের বেতন দিতে কিছুটা দেরী হচ্ছে। সংস্থার মুখপাত্র জানান, ব্যবসা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেই কাজ। সেই কারণেই বেতন দিতে দেরী হচ্ছে বলে জানানো হয়েছিল।
সংস্থার মুখপাত্র আরও জানিয়েছিলেন যে নগদ টাকার যে সঙ্কট তৈরি হয়েছিল, তার কারণ হল, ৪ বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বিরোধ চলছে সংস্থার। কতজনকে সরিয়ে দেওয়া হয়েছে সংস্থা থেকে, সে ব্যাপারে কোনও তথ্য দেওয়া হয়নি। আনুমানিক ৫০০ জনের চাকরি চলে গিয়েছে সংস্থা থেকে। উল্লেখ্য, গত ২-৩ বছরে সংস্থা থেকে প্রায় ১০ হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে।