Video: ভোটের পরই রাজস্থানে হত্যালীলা, দায় নিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সদস্য
Karni Sena chief's killing: করনি সেনা প্রধানকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পরই, এক ফেসবুক পোস্টে এই হত্যার দায় স্বীকার করেছে সে। এর আগে, সুখদেব সিং গোগামেডিকে হত্যার হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। সেই হুমকির বিষয়ে জয়পুর পুলিশে অভিযোগও জানিয়েছিলেন সুখদেব সিং গোগামেডি।
জয়পুর: রাজস্থানে নতুন সরকার গঠনের আগেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। মঙ্গলবার (৫ ডিসেম্বর)জয়পুরে, রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে, তাঁর বাড়িতে ঢুকেই গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গুলি চালিয়েছে চার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। এই ভয়ঙ্কর খুনের দায় নিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের অন্যতম সদস্য রোহিত গোদারা কাপুরিসার। করনি সেনা প্রধানকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পরই, এক ফেসবুক পোস্টে এই হত্যার দায় স্বীকার করেছে সে। এর আগে, সুখদেব সিং গোগামেডিকে হত্যার হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। সেই হুমকির বিষয়ে জয়পুর পুলিশে অভিযোগও জানিয়েছিলেন সুখদেব সিং গোগামেড়ী।
সিসিটিভিতে গোগামেড়ীকে হত্যার দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তিকে করনি সেনা প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। সেই সময় দরজায় আরও এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তাঁকে লক্ষ্য করেও গুলি ছুড়তে দেখা যায় দুষ্কৃতীদের। গুলির আঘাতে গোগামেডিকে সোফা থেকে মেঝেতে পড়ে যেতে দেখা যায়। গোগামেড়ীর মৃত্যু নিশ্চিত করতে, সোফা থেকে পড়ে যাওয়ার পরও খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা।
VIDEO | CCTV footage shows two men firing multiple shots at Rashtriya Rajput Karni Sena president Sukhdev Singh Gogamedi and another man standing at the door.
Gogamedi died, while one of his security personnel and another person were injured in the firing.
(Disclaimer: PTI… pic.twitter.com/2W4TQely7C
— Press Trust of India (@PTI_News) December 5, 2023
হত্যার পর ফেসবুক পোস্টে সম্পত নেহরা লিখেছে, “গোগামেড়ীর হত্যার সম্পূর্ণ দায় নিচ্ছি আমি। আমিই এই খুন করিয়েছি। ও আমাদের শত্রুদের সঙ্গে একজোট হয়ে আমাদের তাদের সহায়তা করছিল। তাদের হাত মজবুত করছিল। আর আমাদের শত্রুদের বলব, নিজেদের ঘরের বাইরে চিতা তৈরি রাখুন। শিগগিরই দেখা হবে।”
এই ঘটনা ঘটে, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ। গোগামেড়ী সেই সময় তাঁর বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন রাজপুত করনি সেনার প্রাক্তন রাজ্য সভাপতি অজিত সিং মামদোলি। গোগামেড়ীর সঙ্গে ওই বাড়িতে ছিলেন অজিত সিং-ও। তিনি জানিয়েছেন, “৩-৪ জন লোক সুখদেব সিং গোগামেডির বাড়িতে এসেছিল। নিরাপত্তারক্ষীদের তারা বলেছিল, তারা সুখদেব সিং গোগামেড়ীর সঙ্গে দেখা করতে চায়। নিরাপত্তারক্ষীরা তাদের ভিতরে নিয়ে এসেছিল। তাদের চা খেতেও দেয়। চা খাওয়ার পরই তারা হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছিল।” অজিত সিং দাবি করেছেন, তাঁকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল। গুলির আঘাতে তিনিও আহত হন। গোগামেড়ীকে লক্ষ্য করে অন্তত চারটি গুলি ছুড়েছিল দুষ্কৃতীরা।