Lalu Prasad Yadav: ‘যদি কিছু ঘটে যায়…’, সিবিআইয়ের জেরার মুখে আরজেডি প্রধান, হুমকি লালু-কন্যার

৭৪ বছর বয়সি লালু প্রসাদ এখনও দিল্লির মসনদ কাঁপানোর ক্ষমতা রাখেন বলে দাবি রোহিনীর।

Lalu Prasad Yadav: 'যদি কিছু ঘটে যায়...', সিবিআইয়ের জেরার মুখে আরজেডি প্রধান, হুমকি লালু-কন্যার
লালু প্রসাদ যাদব ও রোহিণী আচার্য। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 2:08 PM

নয়া দিল্লি: রাবড়ি দেবীর পর আজ, মঙ্গলবার আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) জেরা করতে চলেছে সিবিআই। ইতিমধ্যে লালু-কন্যা মিসা ভারতীর (MP Misa Bharti) বাড়িতেও হানা দিয়েছে সিবিআই (CBI)  আধিকারিকদের দল। এর মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিলেন লালু-কন্যা রোহিনী আচার্য(Rohini Acharya)। হিন্দিতে টুইট করে সিবিআই-কে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

টুইটারে কী লিখেছেন রোহিনী আচার্য? হিন্দিতে লেখা টুইটে রীতিমতো হুঁশিয়ারির সুরে লালু-কন্যা রোহিনী আচার্য লিখেছেন, “বাবাকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে। যদি ওঁনার কিছু হয়ে যায়, আমি কাউকে ছাড়ব না।” তিনি আরও লিখেছেন, “বাবাকে হেনস্থা করা হচ্ছে, এটা ঠিক নয়। এই সমস্ত কিছু মনে থাকবে। সময় ভীষণ শক্তিশালী। এটা মনে রাখতে হবে।”

এরপর দ্বিতীয় টুইটে নাম না করে সরাসরি কেন্দ্রকে হুমকি দিয়ে লালু-কন্যা লিখেছেন, “বাবাকে হেনস্থা করা হচ্ছে। যদি ওঁনার কিছু হয়ে যায়, দিল্লির মসনদ কাঁপিয়ে দেব। ধৈর্যের সীমা পেরিয়ে গেলে জবাব দেব।” ৭৪ বছর বয়সি লালু প্রসাদ এখনও দিল্লির মসনদ কাঁপানোর ক্ষমতা রাখেন বলেও উল্লেখ করেছেন রোহিনী।

প্রসঙ্গত, রেলে নিয়োগ দুর্নীতি মামলাতেই লালু প্রসাদ যাদব, লালু-পত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালু-কন্যা তথা সাংসদ মিসা ভারতীকে নোটিশ দিয়েছে সিবিআই। ইতিমধ্যে রাবড়ি দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার লালু প্রসাদ এবং মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদের পালা।

এদিকে, শারীরিকভাবে অসুস্থ লালুপ্রসাদ যাদব। গত ডিসেম্বরে সিঙ্গাপুরের বেসরকারি হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। তাঁর মেয়ে রোহিনী আচার্য নিজের একটি কিডনি বাবাকে দান করেছেন। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসার পর সম্প্রতি দেশে ফিরেছেন লালুপ্রসাদ। বর্তমানে সাংসদ-কন্যা মিসা ভারতীর দিল্লির বাড়িতেই রয়েছেন আরজেডি প্রধান। সেখানেই হানা দিয়েছে সিবিআই দল।