CBI Raid: প্রাক্তন রাজ্যপালের বাড়িতে সিবিআই হানা! কোটি টাকার দুর্নীতির অভিযোগ

Satyapal Malik: সত্যপাল মালিক ২০১৮ সালের ২৩ অগস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর অবধি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। এই প্রকল্প সংক্রান্ত দুটি ফাইল ছেড়ে দেওয়ার জন্য তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে সিবিআই। অতীতেও এই মামলা তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI Raid: প্রাক্তন রাজ্যপালের বাড়িতে সিবিআই হানা! কোটি টাকার দুর্নীতির অভিযোগ
সিবিআই এর চিঠি গেল ৩০ জন তৃণমূল নেতার কাছেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 12:26 PM

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়ি-সহ প্রায় ৩০টি জায়গায় তল্লাশিতে নেমেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। কিরু হাইড্রোপাওয়ার প্রোজেক্টে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্যই এই তল্লাশি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন শহরের প্রায় ৩০টি জায়গায় ১০০-র বেশি অফিসার অভিযানে নামেন। কিরু হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার প্রোজেক্টের কাজে ২ হাজার ২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগে ২০২২ সালের এপ্রিলে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু সিবিআই। যার মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল।

সত্যপাল মালিক ২০১৮ সালের ২৩ অগস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর অবধি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। এই প্রকল্প সংক্রান্ত দুটি ফাইল ছেড়ে দেওয়ার জন্য তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে সিবিআই। অতীতেও এই মামলা তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত মাসে দিল্লির আট জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। বেশ কিছু ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।

বৃহস্পতিবারের তল্লাশি নিয়ে এক্স হ্যান্ডলে নিজের অসন্তোষ জানিয়েছেন সত্যপাল মালিক। তিনি হিন্দিতে লিখেছেন, “গত কয়েক দিন ধরে আমার অসুস্থতা সত্ত্বেও আমার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষের বাহিনী। আমার গাড়িচালক এবং সহকারীদের অযথা হেনস্থা করা হচ্ছে এই তল্লাশির মাধ্যমে।” তিনি যে তল্লাশিকে ভয় পান না, তাও জানিয়েছেন। এই দুর্নীতি তদন্ত মামলায় চেনাব ভ্যালি পাওয়ার প্রোজেক্টের চেয়ারম্যান সহ শীর্ষপদস্থ অফিসারদের গ্রেফতার করেছে সিবিআই।