অনলাইন কনটেন্টে কড়া নজরদারি কেন্দ্রের, নির্দেশিকায় সই রাষ্ট্রপতির
TV9 বাংলা ডিজিটাল: এতদিন ডিজিটাল কনটেন্টের (Digital Content) উপর নজরদারি চালানোর ক্ষেত্রে কোনও লিখিত আইন ছিল না। তবে গত বছর থেকেই ইঙ্গিত মিলেছিল, ইন্টারনেট দুনিয়াতেও নজর রাখবে সরকার। সোমবারই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছে। স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Covind)। নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইন সিনেমা, অডিয়ো-ভিজুয়াল অনুষ্ঠানের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালগুলির কনটেন্টেও নজর […]
TV9 বাংলা ডিজিটাল: এতদিন ডিজিটাল কনটেন্টের (Digital Content) উপর নজরদারি চালানোর ক্ষেত্রে কোনও লিখিত আইন ছিল না। তবে গত বছর থেকেই ইঙ্গিত মিলেছিল, ইন্টারনেট দুনিয়াতেও নজর রাখবে সরকার। সোমবারই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছে। স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Covind)। নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইন সিনেমা, অডিয়ো-ভিজুয়াল অনুষ্ঠানের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালগুলির কনটেন্টেও নজর রাখবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
বর্তমানে খবর পরিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্য়ম এই নিউজ পোর্টালগুলি। ঘরে-বাইরে যেখানেই যে থাকুক না কেন মুহূর্তে গোটা বিশ্বের খবরের আপডেট চলে আসে হাতের মুঠোয়। কিন্তু এই মাধ্যম এতদিন কাজ করেছে ‘স্বাধীন’ভাবে। ভারতের খবরের কাগজের যাবতীয় খুঁটিনাটি নজরে রাখে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া। খবরের চ্য়ানেলগুলির জন্য রয়েছে দ্য নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন বা এনবিএ (NBA)। ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মগুলির জন্য সেরকম কোনও কাউন্সিল বা অ্যাসোসিয়েশন নেই। তবে এবার থেকে তাদের উপরেও থাকবে কেন্দ্রের নজর।
Government issues order bringing online films and audio-visual programmes, and online news and current affairs content under the Ministry of Information and Broadcasting. pic.twitter.com/MoJAjW8fUH
— ANI (@ANI) November 11, 2020
প্রথম থেকেই হটস্টার (Hotstar), নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিয়ো (Amazon prime Video)-এর মতো ওটিটি (OTT) প্ল্যাটফর্মে রাশ টানতে আগ্রহী কেন্দ্র। এই প্ল্যাটফর্মে ছবি বানানোর ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকে পরিচালকদের। কোনওরকম শংসাপত্রের প্রয়োজন হয় না। থাকে না সেন্সর বোর্ডের চোখরাঙানিও। আগেই একটি পুরনো ঘটনায় আদালতের কাছে কেন্দ্র জানিয়েছিল এই প্ল্যাটফর্মেও কিছু নির্দিষ্ট নিয়মকানুন থাকা দরকার।
আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন,কারও স্বাধীনতায় হাত পড়ে এমন কোনও সিদ্ধান্ত কখনওই নেওয়া হবে না। তবে কাগজ ও বৈদ্যুতিন মাধ্যমের মতো ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলিকেও একটা নিয়মে বাঁধা উচিৎ। গত মাসে এ নিয়ে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রের কাছে মতামত চায়। কেন্দ্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াকে নোটিসও পাঠায়। এরপরই চলতি সপ্তাহের শুরুতেই জারি করা হয় এই নির্দেশিকা।