করোনা মোকাবিলায় পঞ্চায়েতস্তরে সাহায্যের ঘোষণা অর্থ মন্ত্রকের, রাজ্যও পাবে ৬৫০ কোটির অনুদান

তবে ১৫তম অর্থ কমিশনের সুপারিশে এই বরাদ্দ খরচের জন্য কিছু নিয়মও জারি করা হয়েছিল। এই নিয়মগুলির মধ্যে অন্যতম ছিল গ্রামীণ পঞ্চায়েত বা পরিচালন সমিতির অনলাইন অ্যাকাউন্ট থাকা। তবে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে এই নিয়ম তুলে নেওয়া হয়েছে প্রথম কিস্তির ক্ষেত্রে।  

করোনা মোকাবিলায় পঞ্চায়েতস্তরে সাহায্যের ঘোষণা অর্থ মন্ত্রকের, রাজ্যও পাবে ৬৫০ কোটির অনুদান
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 10, 2021 | 12:43 PM

নয়া দিল্লি: কেবল শহরেই নয়, গ্রামাঞ্চলেও খারাপ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতি মোকাবিলা করতে ২৫টি রাজ্যকে মোট ৮ হাজার ৯২৩.৮ কোটি টাকার অর্থ সাহায্য করবে অর্থমন্ত্রক। শনিবার ব্যয় বিভাগের তরফে এই ঘোষণা করা হয়। এই অর্থ পঞ্চায়েতরাজের অধীনে গ্রাম, ব্লক ও জেলা ভিত্তিক বিভাজন করা হবে।

শনিবার অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের তরফে যে পরিমাণ অর্থ রিলিজ করা হয়, তা ২০২১-২২ অর্থবর্ষের প্রথম কিস্তি। এটি আরএলবি সহ একাধিক প্রকল্পে ব্যবহার হতে পারে। করোনা সংক্রমণ রুখতে যে সমস্ত প্রকল্প ও পদক্ষেপের প্রয়োজন, তা এই অর্থ সাহায্যের মাধ্যমে করা যাবে।

১৫তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রথম অনুদান ২০২১ সালের জুন মাসে হওয়ার কথা থাকলেও বর্তমান কোভিড পরিস্থিতির পর্যালোচনা করে এবং পঞ্চায়েতীরাজ মন্ত্রকের অনুরোধ মেনে তা নির্ধারিত সময়ের আগেই খরচ করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রক।

তবে ১৫তম অর্থ কমিশনের সুপারিশে এই বরাদ্দ খরচের জন্য কিছু নিয়মও জারি করা হয়েছিল। এই নিয়মগুলির মধ্যে অন্যতম ছিল গ্রামীণ পঞ্চায়েত বা পরিচালন সমিতির অনলাইন অ্যাকাউন্ট থাকা। তবে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে এই নিয়ম তুলে নেওয়া হয়েছে প্রথম কিস্তির ক্ষেত্রে।

যে রাজ্যগুলি অর্থ পাবে, সেগুলি হল- 

অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, অসম, ছত্তীসগঢ়, গুজরাট, হরিয়ানা, ঝাঢঞখণ্ড, কর্নাটক, কেরল, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মিডোরাম, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রমুখ।

এর মধ্যে সবথেকে বেশি অর্থ বরাদ্দ হয়েছে উত্তর প্রদেশে। করোনা মোকাবিলায় এই রাজ্য পাবে ১৪৪১.৬ কোটি টাকা। এরপরই রয়েছে মহারাষ্ট্র, করোনায় সবথেকে বেশি প্রভাবিত রাজ্যকে ৮৬১.৪ কোটি টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবে ৬৫২.২ কোটি টাকা, ওড়িশা পাবে ৩৩৩ কোটি টাকা, মধ্য প্রদেশ পাবে ৫৮৮.৮ কোটি টাকা। ছোট রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা ২৮.২ কোটি টাকা, উত্তরাখণ্ড ৮৫ কোটি টাকা, সিকিম ৬.২ কোটি টাকা, অরুণাচল প্রদেশ ৩৪ কোটি টাকা পাবে।