১২ বছরের ঊর্ধ্বে যে কেউ নিতে পারবেন কোভ্যাক্সিন? আসল সত্যি জানাল কেন্দ্র

প্রেস ইনফরমেশন ব্যুরো টুইটটির সত্যতা যাচাই করে জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিনের অনুমোদনের খবর একেবারে ভুয়ো।

১২ বছরের ঊর্ধ্বে যে কেউ নিতে পারবেন কোভ্যাক্সিন? আসল সত্যি জানাল কেন্দ্র
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 10, 2021 | 12:37 PM

নয়া দিল্লি: দেশের হাতে অনুমোদিত করোনা (COVID) প্রতিষেধকের সংখ্যা ৩। জোর কদমে টিকাকরণ চলছে দুই প্রতিষেধকের মাধ্যমে। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মাধ্যমে ইতিমধ্যেই ১৭ কোটি মানুষ করোনা টিকা পেয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে করোনার সঙ্গে বুলেট গতিতে ছড়াচ্ছে ভুয়ো খবর। সেরকমই একটি টুইট ভাইরাল হয়ে যায়, যেখানে বলা হয় ১২ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে কোভ্যাক্সিন দেওয়ায় অনুমতি দিয়েছে কেন্দ্র। কিন্তু সেই তথ্য একেবারে নাকচ করে দিল কেন্দ্র।

প্রেস ইনফরমেশন ব্যুরো টুইটটির সত্যতা যাচাই করে জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিনের অনুমোদনের খবর একেবারে ভুয়ো। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ১৮ বছরের ঊর্ধ্বেই স্রেফ করোনা টিকা নেওয়ার অনুমতি রয়েছে। ১ মে থেকে তৃতীয় পর্যায়ের করোনা টিকাকরণ শুরু করার পর থেকেই ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। তারই সঙ্গে রাজ্যগুলিকে সরাসরি নির্মাতার কাছ থেকে ভ্যাকসিন কেনারও অনুমতি দিয়েছে কেন্দ্র।

দেশে প্রথমে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল চিকিৎসক- স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়ার মাধ্যমে। তারপর ৪৫ ঊর্ধ্ব কোমর্বিডিটি-যুক্তদের ও ৬০ ঊর্ধ্ব প্রবীণদের করোনা টিকা দেয় কেন্দ্র। তৃতীয় দফায় ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্য খুলে যায় টিকা পাওয়ার পথ। এখন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুই টিকার ক্ষেত্রেই স্রেফ ১৮ ঊর্ধ্বরাই যোগ্য। ১২ বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার কোনও ঘোষণা এখনও করেনি কেন্দ্র।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৫৪ জনের।  এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫-এ।  বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭। গত ২৪ ঘণ্টায় বেড়েছে সুস্থতার হারও, একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জনয। এই নিয়ে দেশে মোট ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের।

আরও পড়ুন: কুম্ভ মেলা-নির্বাচনী প্রচারে করোনাবিধি ভঙ্গ মামলার শুনানি সুপ্রিম কোর্টে