Manipur: অশান্ত মণিপুরে আরও ১০ কোম্পানি বাহিনী পাঠাল কেন্দ্র, দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় সাসপেন্ড ৫ পুলিশকর্মী

Manipur Horror: দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় থৌবাল জেলার নোংপোক সেকমাই থানার স্টেশন ইন-চার্জ সহ আরও ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

Manipur: অশান্ত মণিপুরে আরও ১০ কোম্পানি বাহিনী পাঠাল কেন্দ্র, দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় সাসপেন্ড ৫ পুলিশকর্মী
অশান্ত মণিপুরে অতরিক্ত সেনা পাঠাল কেন্দ্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 7:45 PM

ইম্ফল: ফের নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। মেইতেই (Meity) অধ্যুষিত বিষ্ণুপুর এবং কুকি (Kuki) অধ্যুষিত চুরাচাঁদপুর সীমান্ত এলাকায় শনিবারের দিনভর সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য রবিবারই মণিপুরে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠাল কেন্দ্র। সেনা, আধাসেনা বাহিনী মিলিয়ে ৯০০-র বেশি নিরাপত্তাকর্মী পাঠানো হয়েছে। অন্যদিকে, দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় এদিনই ৫ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে মণিপুর পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, অতিরিক্ত ১০ কোম্পানি, অর্থাৎ CRPF, BSF, ITBP and SSB-র ৯০০-র বেশি নিরাপত্তারক্ষী মণিপুরে পাঠানো হয়েছে। তাঁরা শনিবার রাতেই ইম্ফলে পৌঁছেছেন। বিভিন্ন জেলায় তাঁদের মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় থৌবাল জেলার নোংপোক সেকমাই থানার স্টেশন ইন-চার্জ সহ আরও ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আবার গত ৪ অগস্ট বিষ্ণুপুরে নিরাপত্তা বাহিনীর থেকে অস্ত্র লুঠের ঘটনায় আইজি-র নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে মণিপুর পুলিশ। আগামী ৬ সপ্তাহের মধ্যেই তদন্ত সম্পূর্ণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নতুন করে অশান্তি ছড়ানোয় ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলা-সহ রাজ্যের কোথাও কারফিউ শিথিল করা হবে না বলে মণিপুর পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৩ মে অশান্তি শুরু হওয়ার পর থেকে থানা-সহ নিরাপত্তারক্ষীদের কাছ থেকে ৪ হাজারের বেশি অত্যাধুনিক অস্ত্র-সহ বিভিন্ন ধরনের লক্ষাধিক অস্ত্র লুঠ করেছে উত্তেজিত জনতা।