Delhi ordinance bill 2023: আগামিকালই রাজ্যসভায় পেশ হতে পারে দিল্লি অর্ডিন্যান্স বিল
Rajya Sabha: সোমবার অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই বিলটি নিয়ে আলোচনা শেষে সন্ধ্যাতেই ভোটাভুটি হয়ে যেতে পারে বলে সূত্রের খবর।
নয়া দিল্লি: আপ-সহ বিরোধীদের বিরোধিতা, অধিবেশন ওয়াকআউট সত্ত্বেও ইতিমধ্যে লোকসভায় পাশ হয়েছে দিল্লি অধ্য়াদেশ বিল বা দিল্লি অর্ডিন্যান্স বিল (Delhi ordinance bill 2023)। বিরোধীদের পূর্ণ সমর্থন না থাকলেও শাসকদলের সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি লোকসভায় পাশ হয়ে গিয়েছে। এবার রাজ্যসভার পালা। আগামিকাল, সোমবার রাজ্যসভায় পেশ হতে পারে দিল্লি অর্ডিন্যান্স বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বিলটি রাজ্যসভায় পেশ করবেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ৭ অগস্ট, সোমবার অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই বিলটি নিয়ে আলোচনা শেষে সন্ধ্যাতেই ভোটাভুটি হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। তবে বিরোধীদের তরফে প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি দিল্লি অর্ডিন্যান্স বিলের বিরোধিতা করতে পারেন বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টেও বিলটি নিয়ে আপ-এর হয়ে সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি।
প্রসঙ্গত, গত সপ্তাহে সংসদের লোকসভায় পেশ করা হয়েছিল দিল্লি অর্ডিন্যান্স বিল। এই বিল অনুযায়ী, দিল্লির আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সমস্ত নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রের হাতে। যা মেনে নিতে পারেনি দিল্লি সরকার। সংসদের তীব্র বিরোধিতা জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্টেও যায় আম আদমি পার্টি। আপ-এর সমর্থনে সওয়াল করে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলিও। তারপর সেই বিলটি কিছুটা সংশোধন করে গত বৃহস্পতিবার ফের সরকারের তরফে দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করা হয় লোকসভায়। বিরোধীদের তীব্র বিরোধিতার মধ্যেই সেই বিলটি ইতিমধ্যে ধ্বনিভোটের মাধ্যমে লোকসভায় পাশ হয়ে গিয়েছে।