Murder Case: রক্ত খেতে ঘাড় কামড়ে ধরেছিল বন্ধু, পাথর দিয়ে থেঁতলে খুন করলেন যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে বন্ধুকে খুনে অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল লোহার। তাঁর বন্ধুর নাম ইস্তিয়াক খান। রাহুল ও ইস্তিয়াক সম্প্রতি এক সঙ্গে মদ খাচ্ছিলেন। মদের ঘোরেই ইস্তিয়াক রাহুলের রক্ত খেতে চান বলে অভিযোগ উঠেছে।

Murder Case: রক্ত খেতে ঘাড় কামড়ে ধরেছিল বন্ধু, পাথর দিয়ে থেঁতলে খুন করলেন যুবক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 5:50 PM

পুণে: বন্ধুর মাথায় পাথর দিয়ে আঘাত করে তাঁকে খুন করলেন এক ব্যক্তি। কারণ- ওই বন্ধু নাকি রক্ত খাওয়ার জন্য তাঁর গলা কামড়ে ধরেছিল। সম্প্রতি এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পিম্প্রি ছিনছওয়াড় জেলায়। বন্ধুকে খুনে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে বন্ধুকে খুনে অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল লোহার। তাঁর বন্ধুর নাম ইস্তিয়াক খান। রাহুল ও ইস্তিয়াক সম্প্রতি এক সঙ্গে মদ খাচ্ছিলেন। মদের ঘোরেই ইস্তিয়াক রাহুলের রক্ত খেতে চান বলে অভিযোগ উঠেছে। এমনকি রাহুলের ঘাড়ও কামড়ে ধরেন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা বাধে। এর পর তাঁরা চলে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর পর রাহুল এসে ইস্তিয়াকের উপর চড়াও হয়। তাঁকে বলে, “তুই আমার রক্ত খাবি? তোকে শেষ করে দেব।” এই বলেই ইস্তিয়াকের মাথায় পাথরের বাড়ি মারতে থাকেন রাহুল। এর জেরে ইস্তিয়াকের মৃত্যু হয়েছে।

বন্ধুকে খুন করার অভিযোগে রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ। ভোসারি থানার সিনিয়র ইনস্পেক্টর রাজেন্দ্র নিকালজে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।