দিল্লির দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র: আম আদমি পার্টি সূত্র

কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের মতে, ক্রেতা চিনে বাড়ি বাড়ি রেশন পৌঁছনয় নির্দিষ্ট সমস্যা থাকতে পারে।

দিল্লির দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র: আম আদমি পার্টি সূত্র
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 05, 2021 | 5:50 PM

নয়া দিল্লি: কয়েকদিন আগেই ‘দুয়ারে রেশন’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কয়েক সপ্তাহের মধ্যেই দিল্লিতে শুরু হওয়ার কথা ছিল দুয়ারে রেশন কর্মসূচির। কিন্তু দিল্লির শাসক দল আম আদমি পার্টির সূত্র মারফত জানা গিয়েছে সেই প্রকল্প বাতিল করেছে কেন্দ্র।

কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্প কার্যকরী হলে রেশন গ্রাহকদের কেন্দ্র নির্ধারিত দামের থেকে বেশি দামে কিনতে হতে পারে সামগ্রী। কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের মতে, ক্রেতা চিনে বাড়ি বাড়ি রেশন পৌঁছনয় নির্দিষ্ট সমস্যা থাকতে পারে। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল কয়েকদিন আগে জানিয়েছিলেন, গরিব পরিবারের ৭২ লক্ষ মানুষকে এই মাসে ১০ কেজি রেশন দেবে দিল্লি সরকার। যার অর্ধেক খরচ বহন করবে রাজ্য সরকার বাকি অর্ধেক আসবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, “করোনার জন্য অনেক শিশু তার বাবা-মাকে হারিয়েছে। তারা যেন নিজেদের অসহায় একলা না ভাবে। আমি সব সময় তাদের পাশে দাঁড়াব।” দিল্লির মুখ্যমন্ত্রী জানান ৭২ লক্ষ মানুষ প্রতি মাসেই ভর্তুকি-যুক্ত ৫ কেজি রেশন পাবেন। তবে এই মাসে তা সম্পূর্ণ বিনামূল্যে। দিল্লি সরকার ৫ কেজি রেশন ও কেন্দ্র ৫ কেজি রেশন বিনামূল্যে দেবে, সব মিলিয়ে এই মাসে ১০ কেজি রেশন পাবেন তাঁরা।

কিন্তু দুয়ারে রেশন পৌঁছে দেওয়ায় সায় নেই কেন্দ্রের। পশ্চিমবঙ্গেও দুয়ারে রেশন প্রকল্পের প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে। কয়েকদিনের মধ্যেই পুরদমে দুয়ারে রেশন শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে দিল্লির প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক স্তরে।

আরও পড়ুন: বাতিল হয়েছে টুইটার, নাইজেরিয়া কি এ বার ‘কু’ করবে?