টিকাকরণে সাহায্যের হাত বাড়াতে পারবেন আপনিও, জনকল্যাণে আসছে কেন্দ্রের ‘ই-ভাউচার’ সুবিধা

কেন্দ্রের তরফে একটি নন-ট্রান্সফারেবল ইলেকট্রনিক ভাউচার দেওয়া হবে, যার মাধ্যমে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের টিকা নিতে সাহায্য করতে পারবেন।

টিকাকরণে সাহায্যের হাত বাড়াতে পারবেন আপনিও, জনকল্যাণে আসছে কেন্দ্রের 'ই-ভাউচার' সুবিধা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 09, 2021 | 7:14 AM

নয়া দিল্লি: বিনামূল্যে টিকার ঘোষণা আগেই করেছে কেন্দ্র। এ বার বেসরকারি হাসপাতালে টিকাকরণের মূল্য বেঁধে দেওয়ার পাশাপাশি আনা হচ্ছে বিশেষ একটি পরিষেবাও। আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের টিকাকরণে সাহায্য করতে ই-ভাউচার আনতে চলেছে কেন্দ্র।

কী এই ই-ভাউচার?

কেন্দ্রের তরফে বিনামূল্যে টিকা দেওয়ার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও সমান্তরালভাবে টিকাকরণ চলবে। সেখানে টিকা নিতে ইচ্ছুক আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্যই এই পরিষেবা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে একটি নন-ট্রান্সফারেবল ইলেকট্রনিক ভাউচার দেওয়া হবে, যার মাধ্যমে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের টিকা নিতে সাহায্য করতে পারবেন। অর্থাৎ ই-ভাউচারের মাধ্যমে অন্যের টিকাকরণের খরচ বহন করতে পারবেন আপনিও।

লোক কল্যাণ প্রকল্প-

সাধারণ মানুষের কল্যাণের উদ্দেশ্যেই ই-ভাউচারের চিন্তাভাবনা করা হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে। এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ভিকে পাল বলেন, “এখনও এই প্রকল্প চূড়ান্ত হয়নি, কাজ চলছে। তবে ২১ জুনের মধ্যে এই প্রকল্প ঘোষণা করা হবে।” আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে সাহায্য করার জন্যই এই প্রকল্প আনা হচ্ছে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল বা টিকাকেন্দ্রগুলিতে ওই ই-ভাউচার দেখালেই তা টিকার মূল্য হিসাবে রিডিম করা হবে।

গতকালই টিকাকরণের নতুন নীতির ঘোষণার পর কেন্দ্রের তরফে বেসরকারি হাসপাতালে টিকার দাম বেঁধে দেওয়া হয়। কোভিশিল্ডের প্রতি ডোজ় ৭৮০ টাকা, স্পুটনিক ভি-র জন্য ১১৪৫ টাকা ও কোভ্যাক্সিনের জন্য ১৪১০ টাকা দিতে হবে। এগুলির মধ্যে যাবতীয় কর ও হাসপাতালের সার্ভিস চার্জ বাবদ ১৫০ টাকাও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: দাবি ভ্যাকসিনের অগ্রগণ্যতা ও বিমা, ‘প্রথম সারির যোদ্ধা’র তকমা দাবি ভারতীয় পাইলটদের