জুলাই মাসেই বাদল অধিবেশন শুরুর তোড়জোড়, চলতি মাসেই বৈঠকে বসবে সংসদীয় কমিটি

করোনা সংক্রমণের কারণে গত বছর নির্ধারিত সময়ে বাদল অধিবেশন শুরু হতে পারেনি। জুলাইয়ের বদলে তা শুরু হয়েছিল সেপ্টেম্বরে। তবে একাধিক সাংসদ-বিধায়করা করোনা আক্রান্ত হওয়ায় তার মেয়াদ কমিয়ে দিতে হয়েছিল।

জুলাই মাসেই বাদল অধিবেশন শুরুর তোড়জোড়, চলতি মাসেই বৈঠকে বসবে সংসদীয় কমিটি
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 09, 2021 | 7:39 AM

নয়া দিল্লি: করোনাকালে প্রতিবারই সংসদ অধিবেশনে কোপ পড়েছে সংক্রমণের কারণে। আগামী জুলাই মাস থেকেই বাদল অধিবেশন হওয়ার কথা, সেই কারণেই চলতি মাস থেকেই যাবতীয় তোড়জোড় করতে বৈঠকে বসতে চলছে সংসদীয় বিষয়ক কমিটি, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী ১৬ জুন পাবলিক অ্যাকাউন্ট কমিটি বৈঠকে বসতে পারে। এরপর ২৩ জুন শ্রমিকদের জন্য গঠিত সংসদীয় কমিটিও বৈঠকে বসবে।

করোনা সংক্রমণের কারণে গত বছর নির্ধারিত সময়ে বাদল অধিবেশন শুরু হতে পারেনি। জুলাইয়ের বদলে তা শুরু হয়েছিল সেপ্টেম্বরে। তবে একাধিক সাংসদ-বিধায়করা করোনা আক্রান্ত হওয়ায় তার মেয়াদ কমিয়ে দিতে হয়েছিল। এরপর শীতকালীন অধিবেশনও বাতিল হয়ে যায় সংক্রমণের কারণে। চলতি বছরে বাজেট অধিবেশন হলেও লোকসভার স্পিকার ওম বিড়লা করোনা আক্রান্ত হওয়ায় এবং পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য সাংসদদের ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশন শেষ করে দেওয়া হয়।

অধিবেশনের পাশাপাশি সংসদীয় কমিটিগুলির বৈঠকও স্থগিত করে দেওয়া হয়। কিছু সাংসদ ভার্চুয়াল বৈঠকের দাবি জানালেও বৈঠকের গোপনীয়তা বজায় রাখতে প্রিসাইডিং অফিসাররা সেই আবেদন বাতিল করে দেন। সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে দেশ অনেকটাই সামলে ওঠায় নির্ধারিত সময়েই বাদল অধিবেশন শুরু করার পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই অধিকাংশ সাংসদ ও তাঁদের পরিবারকেই টিকা দেওয়া হয়েছে। এছাড়াও সংসদভবনের সমস্ত কর্মীদেরও করোনা টিকা দেওয়া হয়েছে।

এই বিষয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “জুলাই মাসে নির্ধারিত সময়েই এই বছরের বাদল অধিবেশন শুরু করা নিয়ে আমি আশাবাদী।”

আরও পড়ুন: টিকাকরণে সাহায্যের হাত বাড়াতে পারবেন আপনিও, জনকল্যাণে আসছে কেন্দ্রের ‘ই-ভাউচার’ সুবিধা