ভারত থেকে আপাতত যাওয়া যাবে না চিনে! জারি নয়া নিষেধাজ্ঞা

TV9 বাংলা ডিজিটাল: আপাতত অন্য দেশ থেকে আসা যাবে না চিনে (China)। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে চিন সরকার। ভারতের (India) পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, বাংলাদেশ ও ফিলিপিন্সের ক্ষেত্রেও বহাল হয়েছে এই নিষেধাজ্ঞা। এ ক্ষেত্রে ভিসা কিংবা বসবাসের ছাড়পত্র থাকলেও এখনই চিনে ফিরতে পারবেন না প্রবাসী ভারতীয়রা। বৃহস্পতিবার দিল্লিকে এ নিয়ে স্পষ্ট […]

ভারত থেকে আপাতত যাওয়া যাবে না চিনে! জারি নয়া নিষেধাজ্ঞা
Follow Us:
| Updated on: Nov 06, 2020 | 12:01 PM

TV9 বাংলা ডিজিটাল: আপাতত অন্য দেশ থেকে আসা যাবে না চিনে (China)। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে চিন সরকার। ভারতের (India) পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, বাংলাদেশ ও ফিলিপিন্সের ক্ষেত্রেও বহাল হয়েছে এই নিষেধাজ্ঞা। এ ক্ষেত্রে ভিসা কিংবা বসবাসের ছাড়পত্র থাকলেও এখনই চিনে ফিরতে পারবেন না প্রবাসী ভারতীয়রা। বৃহস্পতিবার দিল্লিকে এ নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে চিনা দূতাবাস। এমনকী ৩ নভেম্বরের পর যাঁদের ভিসা দেওয়া হয়েছে আপাতত কার্যকর হচ্ছে না।

দূতাবাসের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “কোভিড-১৯ (COVID-19) অতিমারির জন্য চিন (China) সিদ্ধান্ত নিয়েছে বিদেশ থেকে এখনই কেউ চিনে আসতে পারবে না। যে সমস্ত ভারতীয়র কাছে বৈধ ভিসা বা বসবাসের ছাড়পত্র রয়েছে সেগুলিও সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।”

চিন জানিয়েছে, তাদের দূতাবাস আপাতত কোনও ভারতীয়র ‘হেলথ ডিক্লেয়ারেশন ফর্ম’-এ সিলমোহর দেবে না। এর ফলে কারও কাছে যদি সে দেশে যাওয়ার বৈধ ভিসা কিংবা বসবাসের নির্দেশ থাকে, তবু এখনই তাঁর যাওয়া অসম্ভব। কবে সে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে এখনই কিছু বলতে পারছে না চিন। অতিমারি পরিস্থিতি কেমন থাকে তার উপরই নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।

সম্প্রতি বন্দে ভারত মিশনে (Vande Bharat Mission) একটি বিমান কোভিডের ‘এপিসেন্টার’ উহানে পৌঁছয়। নয়া দিল্লি থেকে কোভিড (COVID) নেগেটিভ রিপোর্ট নিয়ে যাত্রীরা চিনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে উঠলেও উহানে গিয়ে ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে চাপানউতর চলে। চিন জানিয়ে দেয়, বেজিংয়ের মাটিতে এখনই কোনও আন্তর্জাতিক বিমান তারা নামতে দেবে না।

লাদাখ (Ladakh) সীমান্তে উত্তেজনা ভারত-চিনের সম্পর্কে যে উত্তাপ ছড়িয়েছে তা নিয়ে এখনও ক্ষুব্ধ গোটা দেশ। ডাক পড়েছে চিনা সামগ্রী বয়কটের। একের পর এক চিনা অ্যাপও বাতিল করেছে দিল্লি। এরমধ্যে চিনের এই নয়া নির্দেশিকা ভাল চোখে দেখছেন না অনেকেই। কেউ কেউ বলছে, এটা চিনের একটা ‘চাল’। যদিও দিল্লি সূত্রে খবর, বিমান অবতরণ ‘সাসপেন্ড’-এর বিষয়টি একেবারেই সাময়িক। আর এ সিদ্ধান্ত শুধু ভারতের জন্য বহাল হয়নি। অন্যান্য দেশের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।