Road Accident: বীভৎস শব্দে থামল বাস; জানলা দিয়ে ঝুলছে শরীর, ভিতর থেকে শুধুই আর্তনাদ! মৃত ১৩

Uttar Pradesh: বারাবাঁকির দেবা থানা এলাকার ববুরি গ্রাম। সেখান থেকেই একটি পর্যটক বোঝাই বাস ও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ১৩ জনের।

Road Accident: বীভৎস শব্দে থামল বাস; জানলা দিয়ে ঝুলছে শরীর, ভিতর থেকে শুধুই আর্তনাদ! মৃত ১৩
ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তর প্রদেশের বারাবাঁকিতে। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 10:08 AM

লখনউ: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকিতে। বুধবার রাতে হাইওয়েতে পর্যটক বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁর জেরেই এই দুর্ঘটনা। এখনও অবধি যা খবর তাতে মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বারাবাঁকির দেবা থানা এলাকার ববুরি গ্রাম। সেখান থেকেই একটি পর্যটক বোঝাই বাস যাচ্ছিল। জানা গিয়েছে, অনেক রাত তখন। যাত্রীদের সকলেই তন্দ্রাচ্ছন্ন। বাসটি দিল্লি থেকে বহরাইচ যাচ্ছিল বাসটি। উল্টো দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়ঙ্কর সেই সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান ১৩ জন। এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান জেলা পুলিশের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চলতি বছরের জুলাই মাসেও ভয়াবহ এক পথদুর্ঘটনা ঘটে এই বারাবাঁকিতেই। একটি যাত্রী বোঝাই বাসকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। ১৮ জনের মৃত্যু হয় সেই ঘটনায়। মাঝরাতে অযোধ্যা লখনউ হাইওয়েতে বারাবাঁকির রামসনহি ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। হরিয়ানার পালওয়াল থেকে বিহারের দিকে যাচ্ছিল বাসটি। পরিযায়ী শ্রমিক নিয়ে বাসটি যাচ্ছিল। বিহারে ফিরছিলেন তাঁরা। প্রায় ১৪০ জন যাত্রী ছিলেন সেদিন। ১৮ জন ঘটনাস্থলেই মারা যান। বাসের যন্ত্র বিকল হয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে।

তবে বুধবার রাতে ঠিক কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অনেক সময়ই দীর্ঘ যাত্রা পথের কারণে চালকের ক্লান্তি বড়সড় দুর্ঘটনার মুখে ফেলে যাত্রীদের। আবার অনেক সময় গাড়ির গতি বেশি থাকার কারণে ঘটে যায় ভয়াবহ ঘটনা। কখনও আবার এমনও অভিযোগ ওঠে, চালক মদ্য়প থাকার কারণে মৃত্যু হয়েছে যাত্রীদের। বারাবাঁকির এদিনের দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এদিন বাসে ৫০ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন: Road Accident: দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দিলে এবার থেকে নগদ পুরস্কার দেবে কেন্দ্র