Gujarat Assembly Election 2022: নির্বাচনের প্রাক্কালে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের প্রার্থীর
Gujarat Assembly Election 2022: নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের প্রার্থীর উপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এবার সেই প্রার্থী নিজে জানালেন, প্রাণ বাঁচাতে দৌড় দিয়েছিলেন তিনি।
বানাসকাঁথা: গুজরাট বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ পর্ব। তবে এই আবহেই প্রার্থী অপহরণের অভিযোগ তুলেছে কংগ্রেস। গতকাল রাহুল গান্ধী টুইট করে জানিয়েছিলেন, তাঁদের প্রার্থীর হামলা করা হয়েছে এবং তিনি নিখোঁজ রয়েছেন। এবার বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন কংগ্রেসের বিদায়ী বিধায়ক কান্তি খারাডি। উত্তর গুজরাটের বানাসকাঁথা জেলার দান্তা আসনের জনজাতি প্রার্থী দাবি করেছেন, বিজেপি প্রার্থী লাধু পারঘি তাঁর উপর অত্যাচার চালিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, ‘আমি আমার ভোটারদের কাছে যাচ্ছিলাম। বিজেপি প্রার্থী লাধু পারঘি, এল কে বারাদ ও তাঁর ভাই ভাদান জির সঙ্গে মিলে আমার উপর হামলা চালিয়েছে। তাঁদের সঙ্গে অস্ত্রশস্ত্র ছিল। তলোয়ার নিয়ে তাঁরা আমার উপর আক্রমণ করেছে।’ তিনি আরও বলেন, ‘বামোদারার মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের গাড়ি। সেই সময় আমাদের পথ আটকান বিজেপি প্রার্থী। আমরা তখন ফিরে যাওয়ার কথা ভাবি। কিন্তু তখনই আরও লোকজন চলে আসে এবং আমাদের উপর হামলা চালায়।’ তিনি আরও বলেন, ‘যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমি নিজের এলাকায় যাচ্ছিলাম। আমি দেখালাম সেখানকার পরিস্থিতি উত্তপ্ত। তাই পালিয়ে যাওয়ার কথা ভাবি।’
তারপর তিনি বলেন, ‘যখন আমাদের গাড়ি ফিরে আসছিল তখন কয়েকটি গাড়ি আমাদের ধাওয়া করে। বিজেপি প্রার্থী (দান্তা আসন থেকে) লাধু পারঘি এবং আরও ২ জন অস্ত্র ও তলোয়ার নিয়ে এসেছেন। আমাদের মনে হয়েছিল পালাতে হবে আমাদের। আমরা ১০ থেকে ১৫ কিলোমিটার দৌড়েছিলাম এবং ২ ঘন্টা মতো আমরা জঙ্গলে ছিলাম।’ প্রসঙ্গত,দান্তা আসনটি জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত একটি আসন। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন লাদুভাই পারঘি ও কংগ্রেসের প্রার্থী খারডি। গত ১০ বছর ধরে এই কেন্দ্রের বিধায়ক খাড়ডি। এদিকে খারডি বিজেপি প্রার্থীর হাতে তাঁর এই হেনস্থার অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনের কাছে। তিনি বলেছেন, ‘চারদিন আগে আমি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু এই অভিযোগের ভিত্তিতে কমিশনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। কমিশন কোনও পদক্ষেপ করলে এই হামলা হত না।’