I.N.D.I.A Alliance: ‘কউন বানেগা ক্রোড়পতিতে প্রশ্নের মতো…’, প্রধানমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্নের অস্বস্তি এড়াতে বলেই ফেললেন খাড়্গে

Mallikarjun Kharge: খাড়্গে থেকে শুরু করে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক নেতৃত্ব, সকলেরই একই বক্তব্য। সরকার গঠন করার হলে সকলে মিলে স্থির করবেন, কে প্রধানমন্ত্রী হবেন। ভোট-ষষ্ঠীর দিনে আবারও এই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল খাড়্গকে।

I.N.D.I.A Alliance: 'কউন বানেগা ক্রোড়পতিতে প্রশ্নের মতো...', প্রধানমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্নের অস্বস্তি এড়াতে বলেই ফেললেন খাড়্গে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: May 25, 2024 | 11:57 PM

নয়া দিল্লি: ইন্ডিয়া জোট যদি শেষ পর্যন্ত ক্ষমতায় আসে, তাহলে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন? প্রাদেশিক রাজনীতির সমীকরণে জর্জরিত ইন্ডিয়া জোট নিয়ে এই প্রশ্ন বার বার উঠে এসেছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে একাধিকবার। কিন্তু, বরাবরই এই প্রশ্ন পাশ কাটিয়ে গিয়েছেন তিনি। খাড়্গে থেকে শুরু করে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক নেতৃত্ব, সকলেরই একই বক্তব্য। সরকার গঠন করার হলে সকলে মিলে স্থির করবেন, কে প্রধানমন্ত্রী হবেন। ভোট-ষষ্ঠীর দিনে আবারও এই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল খাড়্গকে। বিরোধীদের ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রিত্বের মুখ কে হবেন, তা নিয়ে প্রশ্ন শুনে এবার খাড়্গে সটান বলেই ফেললেন, “এটা যেন ‘কউন বানেগা ক্রোড়পতি’ প্রশ্ন করার মতো।”

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সঞ্চালনায় টেলিভিশনে এক জনপ্রিয় কুইজ় শো হল ‘কউন বানেগা ক্রোড়পতি’। অস্বস্তি এড়াতে এবার সেই কুইজ় শো’কেই ঢাল করে কৌতুকের ছলে উত্তর দিতে দেখা গেল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে। এদিন শিমলায় এক সাংবাদিক বৈঠকে তিনি আবারও বলেন, ‘যদি আমরা সরকার গঠন করি, সব নেতারা মিলে ঠিক করবেন, কে আমাদের প্রধানমন্ত্রী হবেন।’ অতীতে ২০০৪ সাল থেকে ২০২৪ সালের এক দশক ইউপিএ সরকার যে কোনও ঘোষিত প্রধানমন্ত্রীর মুখ ছাড়াই নির্বাচনে লড়েছিল, সে কথাও মনে করিয়ে দেন মল্লিকার্জুন খাড়্গে।

কংগ্রেস সভাপতি বলেন, ‘২০০৪ সালে কংগ্রেস নেতারা চেয়েছিলেন সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হোক। কিন্তু তিনি রাজি ছিলেন না। তখন আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল না। আমরা ১৪০টি আসনে জিতেছিলাম সেই বার। তারপর ২০০৯ সালের ভোটে আমরা ২০৯টি আসন জিতে ক্ষমতা ফিরেছিলাম।’