Rajkot Gaming Zone Fire: বাইকের সিটে আটকে চামড়া, গা গুলাচ্ছে পোড়া মাংসের গন্ধে! গেমিং জ়োনের ভিতরে যেন নরক দর্শন দমকল কর্মীদের

Gujarat Fire: উইকএন্ডে ভিড় টানতে, শনিবারের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছিল ৯৯ টাকা। এই অফারের টানেই বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। বহু শিশুও ছিল অগ্নিকাণ্ডের সময়। তবে সবথেকে বড় গাফিলতি হল, গেমিং জোন থেকে বের হওয়ার পথ।

Rajkot Gaming Zone Fire: বাইকের সিটে আটকে চামড়া, গা গুলাচ্ছে পোড়া মাংসের গন্ধে! গেমিং জ়োনের ভিতরে যেন নরক দর্শন দমকল কর্মীদের
গেমিং জ়োন থেকে বের করে আনা হচ্ছে দেহ। হাসপাতালের বাইরেও মৃতদেহের লাইন।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: May 26, 2024 | 6:28 AM

আহমেদাবাদ: মেঝেতে চাপ চাপ রক্ত, আসছে পোড়া মাংসের গন্ধ। চাপা গোঙানি শুনেই এদিক-ওদিক ছুটেছেন দমকল কর্মীরা। যদি কাউকে বাঁচানো যায়… কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজকোটে একটি গেমিং জ়োনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ শিশু সহ ২৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতভর চলে উদ্ধারকাজ। পুলিশ ও দমকলকর্মীদের আশঙ্কা, ভিতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন। তবে তাদের বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। আগুন এমন ভয়াবহ আকার নিল কীভাবে, সে সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে।

গুজরাটের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজকোটের গেমিং জ়োনে আগুন লাগার খবর মেলে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। কিন্তু, আগুন নিয়ন্ত্রণে আসার বদলে  সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুন আরও ছড়িয়ে পড়ে। রাত পর্যন্ত চেষ্টা করেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বিভাগ। পুলিশের তরফে গেম জ়োনের মালিক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের পরই গেমিং জ়োন এনওসি পেয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, শহর জুড়ে এমন অনেক গেম জোন চলছে, সেগুলির নিয়মিত পরিদর্শন ও যাচাই করা হয় না। দুর্ঘটনার শিকার হওয়া টিআরপি গেমিং জ়োন কি দমকলের কাছ থেকে এনওসি পেয়েছিল, গেম জোনের ভিতরে কি অগ্নি নির্বাপণ ব্যবস্থা ইনস্টল করা ছিল? তা নিয়েও প্রশ্ন উঠেছে।

রাজকোটের টিআরপি গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকার অগ্নিকাণ্ডের তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে।