NOC নেই, গেমিং জ়োনে হাজার লিটার পেট্রোল-ডিজেল মজুত কেন? ৯৯ টাকার অফারই কাড়ল ৩২ তরতাজা প্রাণ

Rajkot Gaming Zone Fire Update: আগুন লাগার পর অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে গেমিং জ়োনের। এর নীচেই চাপা পড়ে যান বহু মানুষ। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। কাঠামো সরিয়ে দেহ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে দমকল বিভাগকেও।

NOC নেই, গেমিং জ়োনে হাজার লিটার পেট্রোল-ডিজেল মজুত কেন? ৯৯ টাকার অফারই কাড়ল ৩২ তরতাজা প্রাণ
চলছে উদ্ধারকাজ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: May 26, 2024 | 12:45 PM

আহমেদাবাদ: উইকএন্ড বলে কথা, সারা সপ্তাহের ক্লান্তি দূর করতেই গেমিং জ়োনে গিয়েছিলেন সবাই। তার উপর আবার চলছে উইকএন্ড স্পেশাল অফার। প্রবেশমূল্য মাত্র ৯৯ টাকা। এই টোপেই ভিড় থিকথিক করছিল রাজকোটের টিআরপি গেমিং জ়োনে। কিন্তু আগুন যখন লাগল, তখন আর বাঁচার পথ পেলেন না কেউ। বের হবেনই  কী করে? একে তো সরু পথ, তার উপরে ভেঙে পড়ছে জ্বলন্ত কাঠ, লোহার পাইপ! কেউ কাঠামোর নীচে চাপা পড়ে তো কেউ আগুনে পুড়ে-এভাবেই মৃত্যু হল ৩২ জনের। এর মধ্যে রয়েছে ফুটফুটে ১২ শিশুও। রাজকোটের গেমিং জ়োনের আশেপাশে এখন শুধুই অসহায় কান্না আর বুক ফাটা আর্তনাদ।

শনিবার গুজরাটের রাজকোটে ভয়াবহ আগুন লাগে টিআরপি গেমিং জ়োনে। বিকেল থেকে রাতভর চলে আগুন নেভানো ও উদ্ধারকাজ। দমকলের অনুমান, এখনও গেমিং জ়োনের ভিতরে হয়তো আরও লাশ পড়ে রয়েছে। মোট কতজনের মৃত্যু হয়েছে, তা আন্দাজ করা যাচ্ছে না। এদিকে, প্রাথমিক তদন্তে একাধিক গাফিলতিও উঠে আসছে, যার জেরেই প্রাণ গিয়েছে কমপক্ষে ৩২ জনের।

দমকলের তথ্য অনুযায়ী, গেমিং জ়োনে জেনারেটরের জন্য ১৫০০ থেকে ২০০০ লিটার ডিজেল এবং গো কার রেসিংয়ের জন্য ১০০০ থেকে ১৫০০ লিটার পেট্রোল সংগ্রহ করা ছিল। এত দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আগুন লাগতেই তা ভয়াবহ রূপ নেয় এবং নিমেষে গোটা গেমিং জ়োনকেই গিলে খায়।

এছাড়াও, উইকএন্ডে ভিড় টানতে, শনিবারের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছিল ৯৯ টাকা। এই অফারের টানেই বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। বহু শিশুও ছিল অগ্নিকাণ্ডের সময়। তবে সবথেকে বড় গাফিলতি হল, গেমিং জোন থেকে বের হওয়ার পথ। মাত্র ৬ থেকে ৭ ফুট চওড়া একটিই মাত্র পথ ছিল প্রবেশ ও বাইরে বের হওয়ার জন্য।

আগুন লাগার পর অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে গেমিং জ়োনের। এর নীচেই চাপা পড়ে যান বহু মানুষ। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। কাঠামো সরিয়ে দেহ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে দমকল বিভাগকেও। দেহগুলি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। উদ্ধার হওয়া দেহগুলির ডিএনএ পরীক্ষা করা হবে বলেই জানিয়েছে পুলিশ।