Jharkhand Congress: প্রায় কোটি টাকা নিয়ে ৩ বিধায়ক আটক হতেই ‘অপারেশন পদ্ম’র তত্ত্ব খাড়া করল কংগ্রেস

Jharkhand Congress: ধৃত কংগ্রেস বিধায়করা হলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কচ্চপ ও কোলেবিরার নমন বিক্সাল কোনগারি।

Jharkhand Congress: প্রায় কোটি টাকা নিয়ে ৩ বিধায়ক আটক হতেই 'অপারেশন পদ্ম'র তত্ত্ব খাড়া করল কংগ্রেস
গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 9:36 AM

নয়া দিল্লি: গাড়িতে করে পাচার হচ্ছিল প্রায় কোটি টাকা। কিন্তু মাঝপথেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সেই গাড়ি। শনিবার হাওড়ার পাঁচলা থেকে একটি গাড়ি আটক করা হয়, যার ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। আটক করা হয় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপান-উতোর শুরু হতেই এবার বিজেপির দিকে অভিযোগ ঠেলে দিল কংগ্রেস। বিরোধী দলের অভিযোগ, ঝাড়খণ্ডের সরকার ভাঙতেই ওই তিন কংগ্রেস বিধায়ককে টাকা দিয়েছিল বিজেপি। এদিকে, পাল্টা অভিযোগে বিজেপির তরফে বলা হয়েছে, উদ্ধার হওয়া এই টাকাই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেসের জোট সরকারে দুর্নীতির প্রমাণ দিচ্ছে।

রাজ্যের মধ্যে দিয়েই টাকা পাচার করা হবে, এই খবর পুলিশের কাছে আগেই এসেছিল। সেই সূত্র ধরেই শনিবার বিকেল থেকে মুম্বই রোডে কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছিল। হাওড়ার পাঁচলার কাথে রানিহাটি মোড় থেকে আটক করা হয় একটি কালো রঙের ফরচুনার গাড়ি। তার ভিতর থেকেই প্রায় ১ কোটি টাকার কাছাকাছি উদ্ধার করা হয়। গাড়িটি আটক করার পাশাপাশি তিন কংগ্রেস নেতাকেও আটক করা হয়েছে। হাওড়া পুলিশই তাদের জিজ্ঞাসাবাদ করছে।

জানা গিয়েছে, ধৃত কংগ্রেস বিধায়করা হলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কচ্চপ ও কোলেবিরার নমন বিক্সাল কোনগারি। তিন কংগ্রেস নেতা আটকের পরই ঝাড়খণ্ড কংগ্রেসের কার্যকরী সভাপতি বন্ধু তিরকে বলেন, “এটা বিজেপিরই অভ্যাস যে সরকার তাদের না হলেই, তার পতনের জন্য় আপ্রাণ চেষ্টা করা। একই কাজ হেমন্ত সোরেনের সরকারের সঙ্গেও করা হচ্ছে। ওই বিধায়কের একমাত্র সরকার ফেলার জন্যই টাকা দেওয়া হয়েছে।”

কংগ্রেস নেতা তথা সাসদ জয়রাম রমেশও টুইট করে লেখেন, “ঝাড়খণ্ডে বিজেপির অপারেশন পদ্মের পর্দাফাস আজ হয়ে গিয়েছে হাওড়ায়। দিল্লির ‘হাম দো’ পরিকল্পনায় ঝাড়খণ্ডেও একই কাজ করার চেষ্টা চলছিল যেভাবে মহারাষ্ট্রে ই-ডি(একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়ণবীস)কে ব্যবহার করে সরকারের পতন হয়েছে এবং বিজেপির জোট সরকার গঠন হয়েছে।”