JP Nadda On Congress: কেন ডুবন্ত জাহাজ কংগ্রেস? ব্যাখ্যা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
Congress: অসমের গুয়াহাটির আইটিএ সেন্টারে সোমবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় কংগ্রসকে নিশানা করেন নাড্ডা।
নয়া দিল্লি: প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) পদত্যাগের পর অস্বস্তিতে রয়েছে কংগ্রেস। এই আবহে হাত শিবিরকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda)। নাড্ডার মতে, শতাব্দীপ্রাচীন দল ক্রমশই জমি হারাচ্ছে কারণ এই দল স্থানীয় ও জাতীয় স্বার্থের সমন্বয় ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ। নাড্ডা বলেন, “কেন দেশের সব থেকে পুরনো দল কংগ্রেসের অবস্থা ডুবন্ত জাহাজের মতো? কেন দিনের পর দিন কংগ্রেস দুর্বল হয়ে যাচ্ছে? স্থানীয় ও জাতীয় স্তরে সমন্বয়ের অভাবের কারণে কংগ্রেসের এই অবস্থা।” কংগ্রেসে ‘পরিবারতন্ত্র’-কে তীব্র নিশানা করে নাড্ডা জানিয়েছেন, ৪০ বছরেরও বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত নেতা সরে যেতে বাধ্য হচ্ছেন, কারণ এই দলে পরিবারতন্ত্রকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। নাড্ডা বলেন, “৪০ বছর ধরে সদস্য থাকার পরও অনেকে কংগ্রেস ছেড়ে দিচ্ছেন। এরা এখন বুঝতে পেরেছে কংগ্রেস পারিবারিক প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই নয় এবং রাজ্য ও জাতীয় স্তরে এই দলের কোনও অস্তিত্ব নেই।”
অসমের গুয়াহাটির আইটিএ সেন্টারে সোমবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় কংগ্রসকে নিশানা করেন নাড্ডা। এদিন অসম বিজেপি তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসাও শোনা যায় নাড্ডার মুখে। তিনি বলেন, “আমি অসমের সকল পার্টি কর্মী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানাতে চাই কারণ এই রাজ্যে সরকার গঠনের পর থেকে সব নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে, যা রেকর্ড।” অসমে ইতিমধ্যেই ৫টি বিজেপিল কার্যালয় তৈরি হয়ে গিয়েছে, আরও ১৮টি কার্যালয় তৈরির কাজ চলছে। নাড্ডা জানিয়েছেন, অসমের প্রতি জেলায় এখন থেকে বিজেপি কার্যালয় থাকবে। তিনি বলেন, “বিজেপি স্থায়ী উন্নয়নে বিশ্বাসী। আমার ভাবতেও পারিনি যে আমরা কখনও উত্তর-পূর্ব অথবা অসমে সরকার তৈরি করতে পারব। সরকার তৈরির পাশাপাশি উন্নয়নকে যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে তাতে আমরা খুশি।”
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গিয়েছে নাড্ডার মুখে। তিনি জানিয়েছেন, মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের আমলে উত্তর-পূর্বে দুর্দান্ত উন্নয়ন হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ‘লুক ইস্ট’ নীতি কার্যকরী ভূমিকা পালন করেছে। তিনি নিজের অনেকবার সশরীরে উত্তর-পূর্বে এসেছেন, যা আগের সরকারে আমলে বিরল। মোদী সরকারের আমলে উত্তর-পূর্বে ব্যাপকভাবে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে।”