Union Minister’s Reply to ‘Maharaja’ Jibe: সংসদে সিন্ধিয়াকে ‘মহারাজা’ খোঁচা অধীরের, দৃপ্ত কণ্ঠে কেন্দ্রীয় মন্ত্রী বললেন…

Union Minister's Reply to Congress's 'Maharaja' Jibe: বৃহস্পতিবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরি নিয়ে কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রশ্নের মাঝেই তিনি সিন্ধিয়াকে দু'বার মহারাজা বলে সম্মোধন করেন।

Union Minister's Reply to 'Maharaja' Jibe: সংসদে সিন্ধিয়াকে 'মহারাজা' খোঁচা অধীরের, দৃপ্ত কণ্ঠে কেন্দ্রীয় মন্ত্রী বললেন...
অসমারিক উড়ানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 10:36 AM

নয়া দিল্লি: রাজপরিবারের সদস্য হলেও, বর্তমানে তাঁর পরিচয় কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী (Union Civil Aviation Minister)। তবে সংসদে বারংবার খোঁচা মেরে কংগ্রেস নেতার ‘মহারাজা’ ডাকেরই এবার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। বৃহস্পতিবার লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) দু’বার তাঁকে মহারাজা বলে সম্মোধন করতেই, ক্ষুব্ধ হন সিন্ধিয়া। জবাবে তিনি বলেন, “আমার নাম জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া”।

বৃহস্পতিবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরি নিয়ে কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রশ্নের মাঝেই তিনি সিন্ধিয়াকে দু’বার মহারাজা বলে সম্মোধন করেন। তিনি বলেন, “বিষয়টা হল একজন মহারাজা এখন মন্ত্রী, আরেকজন মহারাজা হলেন এয়ার ইন্ডিয়া। বর্তমানে বেসরকারিকরণ হচ্ছে…”

জবাব দেওয়ার পালা এলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রথমেই কংগ্রেস নেতাকে এই বিষয়ে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানান। তারপরই তিনি বলেন, “প্রথমেই আমি জানিয়ে রাখতে চাই, আমার নাম জ্যোতিরাদিত্য় সিন্ধিয়া। হয়তো ওনার বুঝতে কোথাও ভুল হয়েছে। উনি বারবার আমার অতীত নিয়ে কথা বলছেন। কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আমার নাম।”

সিন্ধিয়া রাজ পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক দীর্ঘদিনের। জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার বাবা মাধবরাও সিন্ধিয়া কংগ্রেসের নেতা তথা অসামরিক উড়ানমন্ত্রী ছিলেন। ২০০১ সালে উত্তর প্রদেশের মইনপুরী জেলায় তাঁর বিমান ভেঙে পড়ে। তাঁর মৃত্যুর পরই রাজনীতিতে পা রাখেন হার্ভাড থেকে স্নাতক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২০০২ সালে গুণা লোকসভা কেন্দ্র, যেটি তাঁর বাবার জেতা আসন ছিল, সেখান থেকেই তিনি উপ-নির্বাচনে জয়ী হন। দীর্ঘ দুই দশক ধরে কংগ্রেসের সঙ্গে জড়িত থাকলেও, ২০২০ সালেই কংগ্রেস ছাড়েন বিক্ষুব্ধ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যোগ দেন বিজেপিতে।

২০২১ সালের জুলাই মাসে মন্ত্রিসভার যখন রদবদল হয়, নতুন ৩৬ জন মন্ত্রীর মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও দায়িত্ব পান। এক সময়ে তাঁর বাবাও কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী ছিলেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও সেই পদেই বসানো হয়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা