Mallikarjun Kharge: রেহাই পাবেন না কোনওমতে, রাহুলকে জোর করে এই কাজ করাবেন খাড়গে

Mallikarjun Kharge: সম্প্রতিই কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে কথা উঠতেই রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছিলেন যে, তিনি কিছুতেই আর সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন না।

Mallikarjun Kharge: রেহাই পাবেন না কোনওমতে, রাহুলকে জোর করে এই কাজ করাবেন খাড়গে
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 12:16 PM

নয়া দিল্লি: খুব খারাপ সময় যাচ্ছে কংগ্রেসের। একদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির জেরার মুখে পড়তে হয়েছে সনিয়া গান্ধী-রাহুল গান্ধীকে, অন্যদিকে দল থেকে ইস্তফা দিচ্ছেন একের পর এক কংগ্রেস নেতা। এই পরিস্থিতিতেই নতুন করে ডামাডোল তৈরি হয়েছে কংগ্রেসের জাতীয় সভাপতি নিয়ে। এরইমধ্যে প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে জানালেন, অন্য কেউ নয়, রাহুল গান্ধীই হবেন কংগ্রেস সভাপতি। প্রয়োজনে তাঁকে জোর করা হবে সভাপতি পদে দায়িত্ব গ্রহণের জন্য।

শনিবার প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “কংগ্রেস সভাপতি এমন কারোর হওয়া উচিত, যিনি গোটা ভারতেই পরিচিত। কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক বা পশ্চিমবঙ্গ থেকে গুজরাট- দেশের প্রত্যেকটি প্রান্তের কংগ্রেসকর্মীদের কাছে তিনি পরিচিত ও গ্রহণযোগ্য হওয়া উচিত। দলে এইরকম পরিচিতি রয়েছে, রাহুল গান্ধীর বিকল্প হিসাবে এমন আর কেউ নেই।”

সম্প্রতিই কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে কথা উঠতেই রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছিলেন যে, তিনি কিছুতেই আর সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন না। চার দেওয়ালের ভিতরে, টেবিলের কাজে তিনি বন্দি থাকতে চান না, দেশের প্রত্যেকটি প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মিশতে, তাদের জন্য কাজ করতে চান তিনি। কিন্তু এদিন মল্লিকার্জুন খাড়গে জানান, রাহুল গান্ধী যদি স্বেচ্ছায় সভাপতির দায়িত্ব গ্রহণ করতে না চান, তবে তাঁকে জোর করা হবে। এর আগে কীভাবে সনিয়া গান্ধীকেও জোর করে কংগ্রেসে যোগ দেওয়ানো হয়েছিল এবং দলের কাজে যুক্ত করা হয়েছিল, সেই প্রসঙ্গও টেনে আনেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

দলের কঠিন সময়ে রাহুল গান্ধী যাতে এগিয়ে আসেন এবং লড়াইয়ে যোগ দেন, সেই অনুরোধ করেই তিনি আরও বলেন, “আপনারাই বলুন, ওনার (রাহুল গান্ধী) বিকল্প কে রয়েছেন? এই রকম গ্রহণযোগ্যতা আর কার রয়েছে? দলের মঙ্গলের জন্য়, দেশের জন্য, আরএসএস-বিজেপির বিরুদ্ধে লড়তে এবং দেশকে একজোট করার জন্য আমি ওনাকে অনুরোধ করব যাতে উনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।”

সভাপতি হিসাবে রাহুল গান্ধী ছাড়া বিকল্প কোনও মুখ নেই কংগ্রেসে, এই কথা স্পষ্ট করে দিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, “আমরা ওনাকে অনুরোধ করব, জোর করব কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করার জন্য। আমরা সর্বদা ওনার পাশে থাকব, বোঝানোর চেষ্টা করব।”