‘ফাঁপা ভাষণ নয়, সমাধান চাই’, করোনা সঙ্কট নিয়ে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ ও তার আগে টিকা উৎসবের ঘোষণা-এই দুটি বিষয়েই আক্রমণ করেন রাহুল গান্ধী, যিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছেন।

'ফাঁপা ভাষণ নয়, সমাধান চাই', করোনা সঙ্কট নিয়ে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 4:02 PM

নয়া দিল্লি: দেশে ক্রমশ উর্ধ্বমুখী করেনার গ্রাফ। এ দিকে, প্রধানমন্ত্রী সমাধান না খুঁজে ফাঁপা ভাষণ দিয়ে চলেছেন, ঠিক এই কড়া ভাষাতেই ফের একবার করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

চলতি সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন রাহুল গান্ধী। বর্তমানে হোম আইসোলেশনেই রয়েছেন। তবে দেশের করোনা পরিস্থিতি নিয়ে তিনি যে ওয়াকিবহাল, তা টুইট বার্তার মধ্যে দিয়েই জানাচ্ছেন। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখের গণ্ডি পার করতেই ফের একবার টুইটে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে হাসপাতালে বেডের সংখ্যা ও টিকাকরণ নিয়ে তথ্য তুলে ধরেন। একইসঙ্গে জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে শেষ পন্থা হওয়া উচিত লকডাউন।

এ দিন সকালে প্রধানমন্ত্রীর সেই ভাষণকেই “ফাঁপা ভাষণ” বলে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি টুইটে লেখেন, “আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি এবং প্রতিনিয়তই দেশের নানা প্রান্তের দুঃখজনক ঘটনা দেখতে পাচ্ছি। ভারত কেবল করোনা সংক্রমণেই নয়, জনবিরোধী সরকারের দ্বারাও আক্রান্ত হচ্ছে। ফাঁপা ভাষণ ও অপ্রয়োজনীয় উৎসবের প্রয়োজন নেই দেশের, ভারতের প্রয়োজন সমাধান সূত্রের।”

এর আগেও প্রধানমন্ত্রীর টিকা উৎসব নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। সেই সময়ও তিনি মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে টিকা ঘাটতির প্রসঙ্গ তুলে টিকা উরসবের প্রয়োজনীয়তা জানতে চেয়েছিলেন। সম্প্রতি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও চিঠি ও টুইট বার্তার মাধ্যমে দেশের টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনা ও ওষুধের সরবরাহ বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন।

টিকাকরণ নিয়ে আক্রমণের পাল্টা জবাবে বিজেপির তরফে বলা হয়, “টিকাকরণের গতি নিয়ে সমালোচনা করছেন, অথচ রাহুল গান্ধী নিজে কেন এখনও টিকা নেননি?”

আরও পড়ুন: সংক্রমণ বাড়লেও রাজ্যে টিকার আকাল, ভিড় কমাতে ‘স্পট রেজিস্ট্রেশন’ বন্ধ করল কেরল