ভয়াবহ আকার নিয়েছে করোনা, অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপাতত বন্ধ
কর্তৃপক্ষের তরফে তরফে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে। বর্তমান অবস্থার উন্নতি হলেই পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে।
নয়া দিল্লি: করোনার ক্রমবর্ধমান সংক্রমণ আতঙ্ক বাড়াচ্ছে দেশবাসীর মনে। বৃহস্পতিবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে। যা সর্বকালের রেকর্ড। এই অবস্থায় আপাতত অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। বর্তমান সংক্রমণের হার ক্রমাগত যেভাবে বাড়ছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
যদিও কর্তৃপক্ষের তরফে তরফে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে। বর্তমান অবস্থার উন্নতি হলেই পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে।
আগামী ২৮ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল জম্মু কাশ্মীরের এই অন্যতম বিখ্যাত তীর্থক্ষেত্রের যাত্রা। সেই কথা মাথায় রেখেই এপ্রিলের শুরু থেকেই একাধিক ব্যাঙ্কের ৪৪৬ টি শাখায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল ১৫ এপ্রিল থেকে। চলতি বছরে ২৮ জুন থেকে শুরু করে ২২ অগস্ট পর্যন্ত এই যাত্রা চলার কথা ছিল। যদিও তা কবে হবে তা এখন বলা যাচ্ছে না।
আরও পড়ুন: টিকাকরণে ‘জাতীয় পরিকল্পনা’ কী? ‘আপদকালীন পরিস্থিতিতে’ কেন্দ্রের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট
এর মধ্যে বৃহস্পতিবার ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবার ৩ লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৪ জন।
আরও পড়ুন: লাখ দৈনিক আক্রান্তে বিশ্বের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়ল ভারত